প্ল্যান রেডি, মঙ্গলে তৈরি হবে মেগাসিটি!
আর ১০০ বছর। তারমধ্যেই মঙ্গলে তৈরি হয়ে যাবে 'মেগাসিটি'। জনসংখ্যা বেড়ে যাচ্ছে বলে, পৃথিবীর মানুষকে আর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না। লালগ্রহেই ফ্ল্যাট কিনে সাজিয়ে-গুছিয়ে থাকতে পারবে মানুষ। কারণ ২১১৭-র মধ্যে মঙ্গলের মাটিতে 'শহর' তৈরি করবে সংযুক্ত আরব আমিরশাহী।
![প্ল্যান রেডি, মঙ্গলে তৈরি হবে মেগাসিটি! প্ল্যান রেডি, মঙ্গলে তৈরি হবে মেগাসিটি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/17/78847-mars2081774b.jpg)
ওয়েব ডেস্ক : আর ১০০ বছর। তারমধ্যেই মঙ্গলে তৈরি হয়ে যাবে 'মেগাসিটি'। জনসংখ্যা বেড়ে যাচ্ছে বলে, পৃথিবীর মানুষকে আর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না। লালগ্রহেই ফ্ল্যাট কিনে সাজিয়ে-গুছিয়ে থাকতে পারবে মানুষ। কারণ ২১১৭-র মধ্যে মঙ্গলের মাটিতে 'শহর' তৈরি করবে সংযুক্ত আরব আমিরশাহী।
স্থল-জলের সীমা ছাড়িয়ে যুদ্ধ এখন মহাকাশে। মহাকাশে জায়গা দখলের দৌড়ে কে কাকে টেক্কা দিতে পারে! ইসরো একসঙ্গে ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড তৈরির পর, গ্লোবাল মিডিয়া শিরোনাম করে, মহাকাশের দৌড়ে এখন রুশ-মার্কিন লড়াই অতীত। নতুন লড়াই ভারত-চিনে। এবার একেবারে মঙ্গলের মাটিতে 'মেগাসিটি' তৈরির নকশা প্রকাশ্যে আনল সংযুক্ত আরব আমিরশাহী।
নকশায় বলা হয়েছে, কীভাবে মানুষ মঙ্গলে যাবে? মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার জন্য নতুন মহাকাশযানের নকশা কীরকম হবে? কীভাবে সেখানে গিয়ে চাষাবাদ করে ফসল তৈরি করবে মানুষ? কীভাবে তৈরি হবে বিদ্যু্ত? মহাকাশের লুকিয়ে থাকা রহস্যের প্রতি মানুষের দুর্নিবার টান। অন্য গ্রহে যাওয়ার স্বপ্ন মানুষ বারবারই দেখেছে। এবার একবারে বসতি স্থাপনের পরিকল্পনা।