মার্কিন নৌসেনার গুলিতে ভারতীয় মত্স্যজীবীর মৃত্যু, ক্ষুব্ধ নয়াদিল্লি

মার্কিন নৌসেনার গুলিতে ভারতীয় মত্স্যজীবীর মৃত্যুর ঘটনায় মামলা রুজু করতে সংযুক্ত আরব আমিরশাহীকে অনুরোধ জানিয়েছে বিদেশমন্ত্রক।

Updated By: Jul 18, 2012, 02:32 PM IST

মার্কিন নৌসেনার গুলিতে ভারতীয় মত্স্যজীবীর মৃত্যুর ঘটনায় মামলা রুজু করতে সংযুক্ত আরব আমিরশাহীকে অনুরোধ জানিয়েছে বিদেশমন্ত্রক। একই সঙ্গে দুবাই এবং ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা। ইতিমধ্যেই, ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অবশ্য তাদের যুক্তি যে জাহাজটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল, সেটি সতর্কবার্তায় কান দেয়নি। যদিও, গুলিবিদ্ধ এক মত্স্যজীবীর বক্তব্য, কোনওরকম সতর্কবার্তা ছাড়াই গুলি চালিয়েছিল মার্কিন নৌসেনা। গতকাল দুবাইয়ের জাবেল আলি বন্দরের কাছে মার্কিন নৌসেনার গুলিতে এক ভারতীয় মত্স্যজীবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।

.