প্রাণটাকে যেন নিজের হাতের মুঠোয় নিয়ে বসা!

 আকাশ থেকে সাঁ করে মাটিতে নেমে এল প্লেন। তারপর ধীরের ধীরে গতি থামিয়ে সে রানওয়েতে এসে দাঁড়াল। যাঁরা প্লেনে চড়েছেন, তাঁদের সবারই কমবেশি অভিজ্ঞতাটা মোটামুটি এক।

Updated By: Apr 12, 2016, 02:05 PM IST
প্রাণটাকে যেন নিজের হাতের মুঠোয় নিয়ে বসা!

ওয়েব ডেস্ক :  আকাশ থেকে সাঁ করে মাটিতে নেমে এল প্লেন। তারপর ধীরের ধীরে গতি থামিয়ে সে রানওয়েতে এসে দাঁড়াল। যাঁরা প্লেনে চড়েছেন, তাঁদের সবারই কমবেশি অভিজ্ঞতাটা মোটামুটি এক।

সাধারণত, বিমানবন্দর এলাকায় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনও বহুতল বা বসতি থাকে না। অনেকটা সমতলভূমি আছে, এরকম জায়গাতেই তৈরি করা হয় বিমানবন্দর। কিন্তু, পৃথিবীর বিভিন্ন দেশে এমন অনেক বিমানবন্দর আছে, যেখানে প্লেনে করে ওঠা-নামার সময় পিলে চমকে ওঠে। প্রাণটাকে যেন হাতের মুঠোয় করে বসতে হয়! পাইলটের একটু ভুলচুকেই সেখানে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

এমনই কিছু বিপজ্জনক বিমানবন্দরের ভিডিও দেখুন-

.