Kabul Blast: 'খুঁজে বের করে মারব', Kabul Airport-এ হামলাকারী IS-কে হুঁশিয়ারি Biden-এর

হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন Joe Biden। 

Updated By: Aug 27, 2021, 07:33 AM IST
 Kabul Blast: 'খুঁজে বের করে মারব', Kabul Airport-এ হামলাকারী IS-কে হুঁশিয়ারি Biden-এর

নিজস্ব প্রতিবেদন: কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হামলাকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানালেন, কেউ রেহাই পাবে না।  

বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। প্রথম দুটো বিস্ফোরণ হয় বিমানবন্দরের বাইরে জনবহুল এলাকায়। অপর একটি বিস্ফোরণ হয় রাতের দিয়ে অন্যত্র। ছত্রভঙ্গ সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও চালায় জঙ্গিরা। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান (ISIS-Khorasan) (ISIS-K)। এরপর হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জো বাইডেন (Joe Biden)। পরে নিজেকে সামলে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। আমরা ওদের খুঁজে বের করব এবং হিসাব বুঝে নেব"। 

আরও পড়ুন: Kabul Aiport: কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার দায় নিল IS, ভাইরাল বিস্ফোরণের Video

তিনি আরও বলেন, "আইএসআইএস-খোরাসান (ISIS-K)-কে যোগ্য জবাব দেওয়ার পরিকল্পনা শুরু করেছে আমেরিকা। আমার কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সময় মতো আমরা ঠিক উত্তর দেব। যেখানে বুঝব, যখন আমরা বুঝব।" সমস্ত জল্পনায় জল ঢেলে ওই ভাষণেই বাইডেন (Joe Biden) জানিয়ে দেন, এভাবে আমেরিকাকে আটকানো যাবে না। এরপরেও প্রত্যার্পনের কাজ জারি থাকবে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় এখনও মৃত ৭২ জন। গুরুতর জখম ১৪৩। মৃতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছেন।

আরও পড়ুন: Afghanistan: কাবুল বিস্ফোরণের নিন্দায় তালিবান, ৪ মার্কিন মেরিনসের মৃত্যুর আশঙ্কা

.