ভারত-সহ চার দেশে ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্তের নোটিশ জেলেনস্কির

একটি জার্মানির তৈরি টারবাইন যার রক্ষণাবেক্ষণের কাজ চলছে কানাডায় তা নিয়ে দুই রাজধানীর মধ্যে বিরোধে শুরু হয়েছে। জার্মানি চায় ইউরোপে গ্যাস পাম্প করার জন্য ওটাওয়া রাশিয়ার প্রাকৃতিক গ্যাস কম্পানি গ্যাজপ্রমকে টারবাইন ফিরিয়ে দিক।

Updated By: Jul 10, 2022, 01:47 PM IST
ভারত-সহ চার দেশে ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্তের নোটিশ জেলেনস্কির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার জার্মানিতে কিয়েভের রাষ্ট্রদূতের পাশাপাশি অন্যান্য শীর্ষ বিদেশী রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রপতির ওয়েবসাইট এই কথা জানানো হয়েছে।

একটি ডিক্রিতে তিনি জার্মানি, ভারত, চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরিতে ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কথা ঘোষণা করেন। যদিও এই পদক্ষেপের কোনও কারণ জানানো হয়নি।

এই দূতদের নতুন কাজ দেওয়া হবে কিনা তাও তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জেলেনস্কি তার কূটনীতিকদেরকে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন এবং সামরিক সহায়তা জোগাড় করার আহ্বান জানিয়েছেন। জার্মানির সঙ্গে কিইভের সম্পর্ক একটি বিশেষ সংবেদনশীল বিষয়। জার্মানি রাশিয়ার শক্তি সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং ইউরোপের বৃহত্তম অর্থনীতি। 

আরও পড়ুন: বিক্রমসিংহের বাড়িতে আগুন, বুধবার পদত্যাগ করবেন নিরুদ্দেশ রাজাপক্ষে

একটি জার্মানির তৈরি টারবাইন যার রক্ষণাবেক্ষণের কাজ চলছে কানাডায় তা নিয়ে দুই রাজধানীর মধ্যে বিরোধে শুরু হয়েছে। জার্মানি চায় ইউরোপে গ্যাস পাম্প করার জন্য ওটাওয়া রাশিয়ার প্রাকৃতিক গ্যাস কম্পানি গ্যাজপ্রমকে টারবাইন ফিরিয়ে দিক।

কিয়েভ কানাডাকে টারবাইনটি রাখার আহ্বান জানিয়ে বলেছে যে এটি রাশিয়ায় ফেরত পাঠালে তা মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.