আউশগ্রাম কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, গ্রেফতার পৌর কাউন্সিলর সহ ১১

মুখ্যমন্ত্রী কড়া হতেই আউশগ্রাম কাণ্ডে কঠোর পদক্ষেপ প্রশাসনের। গতকাল রাতেই থানায় ভাঙুচরের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে পুলিস। ১১ জনের মধ্যে রয়েছেন গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল ঘড়াই। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট সহ পুলিসের ওপর হামলার অভিযোগ দায়ের হয়েছে। আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে।

Updated By: Jan 29, 2017, 11:00 AM IST
আউশগ্রাম কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, গ্রেফতার পৌর কাউন্সিলর সহ ১১

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী কড়া হতেই আউশগ্রাম কাণ্ডে কঠোর পদক্ষেপ প্রশাসনের। গতকাল রাতেই থানায় ভাঙুচরের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে পুলিস। ১১ জনের মধ্যে রয়েছেন গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল ঘড়াই। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট সহ পুলিসের ওপর হামলার অভিযোগ দায়ের হয়েছে। আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে।

আরও পড়ুন- আউশগ্রামের ঘটনায় এখনও পর্যন্ত আটক ২৮

আউশগ্রাম থানায় হামলার ঘটনায় তৃণমূল কাউন্সিলের পর এবার CPM নেতার নাম। নাম জড়িয়েছে CPM এর  গুসকরার জোনাল সম্পাদক সুরেন হেমব্রমের।গতকাল রাতে তাকেও আটক করে পুলিস। রাতভর তাকে জেরা করা হয় রক্ষকই অরক্ষিত। রাত কাটল আতঙ্কেই। হামলার ভয়ে আউশগ্রাম থানার বাইরের গেটে বড় তালা ঝুলিয়েছে পুলিস। শুধুমাত্র পুলিসের গাড়ি দেখলেই তালা খোলা হয়েছে। রাতভর উদ্বেগ আর আতঙ্ক নিয়েই রাত কাটিয়েছেন আউশগ্রাম থানার পুলিসকর্মীরা।

আরও পড়ুন- কেনও ঘটল আউশগ্রামের ঘটনা?

.