শেঠ বাড়ির তিনশো বছরের প্রাচীন পুজো

ইতিহাসের চাদর মুড়ে দাঁড়িয়ে আছে তিনশো বছরের এই প্রাচীন বাড়ি। সাত মহলা বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে সেই সব স্মৃতি কথা। চন্দন নগর শেঠবাড়ির পুজো এবার দুশো পঁচাত্তর বছরে পা দিল।  ইতিহাস বলে ফরাসিরা এদেশে এসে তাদের প্রথম উপনিবেশ তৈরি করে চন্দননগরে। তখন অবশ্য এ জায়গার নাম ছিল ফরাসডাঙা।  প্রাচীন রীতি মেনে আজও আশ্বিনের ঢাক বেজে ওঠে শতাব্দী প্রাচীন এই বাড়িতে।

Updated By: Oct 7, 2016, 05:42 PM IST
শেঠ বাড়ির তিনশো বছরের প্রাচীন পুজো

ওয়েব ডেস্ক: ইতিহাসের চাদর মুড়ে দাঁড়িয়ে আছে তিনশো বছরের এই প্রাচীন বাড়ি। সাত মহলা বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে সেই সব স্মৃতি কথা। চন্দন নগর শেঠবাড়ির পুজো এবার দুশো পঁচাত্তর বছরে পা দিল।  ইতিহাস বলে ফরাসিরা এদেশে এসে তাদের প্রথম উপনিবেশ তৈরি করে চন্দননগরে। তখন অবশ্য এ জায়গার নাম ছিল ফরাসডাঙা।  প্রাচীন রীতি মেনে আজও আশ্বিনের ঢাক বেজে ওঠে শতাব্দী প্রাচীন এই বাড়িতে।

আরও পড়ুন- জাঁকজমকে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলার পুজো

সময়ের সঙ্গে সঙ্গে জৌসুল কমেছে পুজোর। কমেছে লোক-লৌকিকতা। কিন্তু আভিজাত্য আর সাবেকিআনায় এখনও অনন্য শেঠবাড়ির পুজো। এই পুজোই যেন পরিবারের কাছে একটা যোগসূত্র যা গেঁথে রেখেছে সক্কলকে।

আরও পড়ুন- প্রাণের বোধন ঘটিয়ে মানবিকতার বার্তা নার্সিংহোমের

.