ষষ্ঠীতেই বিসর্জন হয়ে গেল দেবী দুর্গার
মহাপঞ্চমীতে দর্শনার্থীদের ঢল নেমেছিল। আর মহাষষ্ঠীর ভোরেই আমূল বদলে গেল ছবিটা। পুড়ে ছাই হয়ে গেল বার্নপুরের রামবাঁধের পুজো মণ্ডপ। ষষ্ঠীতেই দেবীর বিসর্জন।
ওয়েব ডেস্ক: মহাপঞ্চমীতে দর্শনার্থীদের ঢল নেমেছিল। আর মহাষষ্ঠীর ভোরেই আমূল বদলে গেল ছবিটা। পুড়ে ছাই হয়ে গেল বার্নপুরের রামবাঁধের পুজো মণ্ডপ। ষষ্ঠীতেই দেবীর বিসর্জন।
আজ ভোর ৩টেয় হঠাত্ আগুন দেখতে পান স্থানীয়রা। ছুটে আসেন তাঁরা। আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই গোটা মণ্ডপ। খবর দেওয়া হলেও দমকল দেরিতে পৌঁছায় বলে অভিযোগ পুজো উদ্যোক্তাদের।
শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। বার্নপুরের ঐতিহ্যমণ্ডিত এই পুজোর এবারের থিম ছিল সবুজ বাঁচাও। সবুজ বাঁচান, গাছ বাঁচান, গাছ লাগান। এই থিমের ওপরই মণ্ডপ গড়ে তুলেছিল রামবাঁধের স্কুলপড়ুয়ারা। কাপড়, তুলো, বস্তা দিয়ে তৈরি হয়েছিল মণ্ডপ। ফলে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। বোধনেই বিসর্জনে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।