সিঙ্গুরের জমিতে শুরু হল চাষ

ফেরত পাওয়া জমিতে আলুবীজ রোপন করা শুরু করলেন সিঙ্গুরের চাষিরা। শুধু আলু নয় সর্ষে বীজও ছড়ানো হয়েছে। চাষিদের আশা উত্‍পাদন যথেষ্টই ভালো হবে।

Updated By: Nov 26, 2016, 10:49 PM IST
সিঙ্গুরের জমিতে শুরু হল চাষ

ওয়েব ডেস্ক: ফেরত পাওয়া জমিতে আলুবীজ রোপন করা শুরু করলেন সিঙ্গুরের চাষিরা। শুধু আলু নয় সর্ষে বীজও ছড়ানো হয়েছে। চাষিদের আশা উত্‍পাদন যথেষ্টই ভালো হবে।

সিঙ্গুরে টাটাদের প্রকল্পিত জমিতে চাষ শুরু হল। চাষিদের ফেরত দেওয়া জমির অধিকাংশই চাষযোগ্য করা সম্ভব হয়েছে। চাষে যাতে কোনও অসুবিধে না হয়, সেজন্য বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছে সরকার। দেওয়া হয়েছে আলুবীজ। সরকারি ব্যবস্থাপনায় জমিতে আলুবীজ রোপন করে ফসলের ব্যপারে বেশ আত্মবিশ্বাসী চাষীরা।

আরও পড়ুন- দোস্তিপুরে সরকারি সাহায্য প্রাপ্ত হোমের আড়ালে শিশু বিক্রির রমরমা

শুধু আলু নয়, সর্ষে চাষও শুরু হয়েছে সিঙ্গুরের এই জমিতে। তৃণমূল নেতা বেচারাম মান্নার দাবি সিঙ্গুরের উর্বর জমিতে যে পরিমান ফসল উত্‍পাদন হয় কারখানার প্রকল্পিত এলাকায় উত্‍পাদন সেইরকমই হবে।
কারখানা হওয়ার সময় যেমন তোড়জোর দেখেছে, জমিতে চাষের জন্যও একই তোড়জোড় দেখেছে সিঙ্গুর। এখন দেখার চাষ কেমন হল।

আরও পড়ুন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে অর্গানিক মাছ এবং সবজি

.