আসানসোলে নতুন মেয়রের শপথে গড়হাজির প্রাক্তন মেয়র
আসানসোল পুরসভার মেয়র পদে আজ শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র কুমার তেওয়ারি। আজ সকালে রবীন্দ্রভবনে শপথ নেন আসানসোল পুর নিগমের সদ্যানির্বাচিত ১০০জন কাউন্সিলর।
![আসানসোলে নতুন মেয়রের শপথে গড়হাজির প্রাক্তন মেয়র আসানসোলে নতুন মেয়রের শপথে গড়হাজির প্রাক্তন মেয়র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/16/43720-asansol.jpg)
ওয়েব ডেস্ক: আসানসোল পুরসভার মেয়র পদে আজ শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র কুমার তেওয়ারি। আজ সকালে রবীন্দ্রভবনে শপথ নেন আসানসোল পুর নিগমের সদ্যানির্বাচিত ১০০জন কাউন্সিলর।
এরপর পৌরভবনে বসে বোর্ড মিটিং। মিটিংয়ে হাজির ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন। এদিন শপথ নিলে বোর্ড মিটিং বয়কট করেন বাম কাউন্সিলররা। হাতে কালো ব্যাজ পর বোর্ড মিটিংয়ে যোগ দেন বিজেপি কাউন্সিলররা।
মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারি ও চেয়ারম্যান পদে অমরনাথ চ্যাটার্জিকে শপথ বাক্য পাঠ করান জেলাশাসক সৌমিত্র মোহন। ৬৫নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত বিক্ষুদ্ধ তৃণমূল প্রার্থী আখতার হোসেনকে এদিন দলে ফিরিয়ে নেয় তৃণমূল। দলের তরফে এদিন পর্যবেক্ষক হিসাবে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বোর্ড মিটিংয়ে গরহাজির ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তাপস চ্যাটার্জি। তবে তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস জানান, নতুন মেয়রকে সবরকম সহযোগিতা করবেন প্রাক্তন মেয়র।