হরকা বাহাদুর ছেত্রীর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি

কালিম্পংয়ের ১৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হরকা বাহাদুর ছেত্রী। হরকা বাহাদুর ছেত্রীর গাড়ি লক্ষ্য করে ইট। কেউ আহত না হলেও গাড়িটির ক্ষতি হয়। এ ঘটনা স্থানীয় গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলর বরুণ ভুজেন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালিম্পং থানায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কালিম্পংয়ে এসডিও অফিস ঘেরাও করেন হরকার সমর্থকেরা।

Updated By: Apr 13, 2016, 09:37 AM IST
হরকা বাহাদুর ছেত্রীর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি

ওয়েব ডেস্ক: কালিম্পংয়ের ১৬ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হরকা বাহাদুর ছেত্রী। হরকা বাহাদুর ছেত্রীর গাড়ি লক্ষ্য করে ইট। কেউ আহত না হলেও গাড়িটির ক্ষতি হয়। এ ঘটনা স্থানীয় গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলর বরুণ ভুজেন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালিম্পং থানায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কালিম্পংয়ে এসডিও অফিস ঘেরাও করেন হরকার সমর্থকেরা।
 
উল্লেখ্য হরকা বাহাদুর ছেত্রী গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়েছেন অনেক দিন আগেই। ভোটে তৃণমূলের টিকিটে লড়বেন, এমনটাই ঠিক ছিল। তৃণমূলের প্রার্থী তালিকায় নামও প্রকাশ হল, তারপর হঠাৎ নাম উধাও। বিড়ম্বনায় পড়লেও হরকা বাহাদুরের পিছনে রয়েছে তৃণমূল নেত্রীর সমর্থন।

.