নোট দুর্নীতিতে জোর করে ফাঁসানোর পরিণামেই কি আত্মহত্যা?

নোট বদলের দুর্নীতিতে জোর করে ফাঁসিয়ে দেওয়াতেই কী আত্মহত্যা? উলুবেড়িয়ায় মৃত ব্যাঙ্ককর্মী রজত চৌধুরীর একটি ফেসবুক পোস্ট ঘিরে উঠছে সে প্রশ্ন। আত্মহত্যার জন্য সোমনাথ ঘোষ এবং অমিত নায়েক নামে দুজনকে দায়ী করা হয়েছে ওই পোস্টে।

Updated By: Feb 11, 2017, 03:54 PM IST
নোট দুর্নীতিতে জোর করে ফাঁসানোর পরিণামেই কি আত্মহত্যা?

ওয়েব ডেস্ক : নোট বদলের দুর্নীতিতে জোর করে ফাঁসিয়ে দেওয়াতেই কী আত্মহত্যা? উলুবেড়িয়ায় মৃত ব্যাঙ্ককর্মী রজত চৌধুরীর একটি ফেসবুক পোস্ট ঘিরে উঠছে সে প্রশ্ন। আত্মহত্যার জন্য সোমনাথ ঘোষ এবং অমিত নায়েক নামে দুজনকে দায়ী করা হয়েছে ওই পোস্টে।

গতকাল রাত ৯টা ৩ মিনিটে করা ওই পোস্টে রজত চৌধুরী লিখেছেন,  কিছু মানুষ তাঁকে বাঁচতে দিল না। মৃত্যুর জন্য দায়ী সোমনাথ ঘোষ ও অমিত নায়েক। ব্যাঙ্কে যত টাকা এক্সচেঞ্জ হয়েছে সব সোমনাথ ঘোষ অ্যান্ড ফ্যামিলি তাঁকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়ে তাঁর নামে পুলিস কেস করে দেয়। সব বন্ধু ও আত্মীয়র কাছে ক্ষমা চেয়েছেন রজত। তাঁর স্ত্রী, মেয়ে ও বাবাকে দেখতেও অনুরোধ করেছেন।

আরও পড়ুন,

.