গ্রাম থেকে প্লাস্টিক ফার্স সরানোর দাবিতে আন্দোলন বাঁকুড়ার পনচাষিদের

বাঁকুড়ায় জেলাশাসক অফিসের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন দুই পানচাষি। এর জেরে পানচাষিদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন দুই মহিলা। দূষণের আশঙ্কায় গ্রাম থেকে পোলট্রি ফার্ম সরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন পানচাষিরা। জেলাশাসকের দফতরের সামনে তাঁদের অবস্থান জারি রয়েছে।

Updated By: Feb 21, 2014, 10:04 PM IST

বাঁকুড়ায় জেলাশাসক অফিসের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন দুই পানচাষি। এর জেরে পানচাষিদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন দুই মহিলা। দূষণের আশঙ্কায় গ্রাম থেকে পোলট্রি ফার্ম সরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন পানচাষিরা। জেলাশাসকের দফতরের সামনে তাঁদের অবস্থান জারি রয়েছে।

বাঁকুড়া জেলাশাসক অফিস। দিনভর চলছিল পানচাষীদের অবস্থান। সন্ধের সময় আচমকাই দুজন পানচাষি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিসের সঙ্গে ধস্তাধস্ত বেধে যায় পানচাষিদের।

শুক্রবার সকাল থেকে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঢেঙাকেন্দ গ্রামের বাসিন্দারা গ্রাম থেকে পোলট্রি ফার্ম সরিয়ে নেওয়ার দাবিতে অবস্থান শুরু করেন জেলাশাসকের অফিসের সামনে। ঢেঙাকেন্দ গ্রামের অর্থনীতি পানচাষের ওপর নির্ভরশীল। ওই এলাকায় বছর খানেক একটি বেসরকারি সংস্থা পোলট্রি ফার্ম তৈরির কাজ শুরু করে। পোলট্রি চালু হলে এলাকায় দূষণের জেরে বিপন্ন হবে পান চাষ। কাজ হারাবেন অনেকেই। এই আশঙ্কায় গত প্রায় একবছর আন্দোলনে সামিল গ্রামের পানচাষিরা। প্রায় দুমাস নির্মীয়মান পোলট্রি ফার্মের সামনে অবস্থান করার পরও কাজ না হওয়ায় গত ২৯ জানুযারি বাঁকুড়ার জেলাশাসকের দফতরের সামনে পরিবার পরিজন নিয়ে অবস্থানে বসেন পানচাষিরা। সেই সময় পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলাশাসক। কিন্তু কুড়ি দিন পেরিয়ে গেলেও কোনও ব্যবস্থা না হওয়ায় শুক্রবার নতুন করে আন্দোলনে নামেন ঢেঙাকেন্দের পানচাষিরা।

Tags:
.