বেঙ্গালুরুতে চাকরি করতে গিয়ে নিখোঁজ বাঙালি যুবক

বেঙ্গালুরুতে চাকরি করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বাঙালি ইঞ্জিনিয়ার। মাস ছয়েক আগে সেখানে একটি নামী সংস্থায় চাকরিতে যোগ দেন কেশিয়াকোলের অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। পরিবারের দাবি, জানুয়ারির মাঝামাধি সময় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় অরিজিতের। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। তবে এখনও ঘটনার কোনও কিনারা করতে পারেনি তারা।

Updated By: Mar 2, 2017, 02:57 PM IST
বেঙ্গালুরুতে চাকরি করতে গিয়ে নিখোঁজ বাঙালি যুবক

ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুতে চাকরি করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বাঙালি ইঞ্জিনিয়ার। মাস ছয়েক আগে সেখানে একটি নামী সংস্থায় চাকরিতে যোগ দেন কেশিয়াকোলের অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। পরিবারের দাবি, জানুয়ারির মাঝামাধি সময় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় অরিজিতের। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। তবে এখনও ঘটনার কোনও কিনারা করতে পারেনি তারা।

আরও পড়ুন- বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে কর্মীবিক্ষোভ

বেঙ্গালুরুতেও যায় পরিবার। খোঁজ মেলেনি। এরপরই সেখানকার একটি থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। বাঁকুড়া সদর থানারও দ্বারস্থ হন পরিবারের সদস্যরাও। কিন্তু কোনও তরফেই অরিজিতের খোঁজ না পেয়ে দিশেহারা গোটা পরিবার ।

.