'আয় কম, ব্যয় বেশি', বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে আজ বাজেট পেশ বিধানসভায়

মাথার ওপর বিপুল ঋণের বোঝা। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী মরণফাঁদ। এই প্রতিকূলতা নিয়েই আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। 

Updated By: Jun 24, 2016, 11:40 AM IST
'আয় কম, ব্যয় বেশি', বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে আজ বাজেট পেশ বিধানসভায়

ওয়েব ডেস্ক: মাথার ওপর বিপুল ঋণের বোঝা। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী মরণফাঁদ। এই প্রতিকূলতা নিয়েই আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। 

ঋণের বোঝা মকুব করে বাজেটে আয়ের কোন দিশা দেখানো হয় তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী। বিধানসভা ভোটের আগেই যে বাজেট পেশ করা হয়েছিল তাতে আয়ের থেকে খরচের ভাগই বেশি ছিল। ২০১৫ -১৬ সালে রাজ্য কর বাবদ আয় ধরা হয়েছিল ৪৬ হাজার ৪৯৬ কোটি টাকা। আদায় হয়েছিল মাত্র ৪ হাজার কোটি টাকা। চলতি আর্থিক বছরে এই খাতে ৫০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও শিল্পবাণিজ্যে এমন কোনও পরিবর্তন হয়নি যা থেকে আয় বাড়তে পারে। মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনেই হিসেব দিয়েছেন, আগামী পাঁচবছরে তার সরকারকে ২ লক্ষ ৫৩ হাজার ৯১০ কোটি ৩৩ লক্ষ টাকা ঋণ শোধ করতে হবে। রাজ্যের ঋণভার কমাতে কেন্দ্রের কাছে দরবারেরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

.