জিটিএ থেকে ইস্তফা বিমল গুরুংয়ের, সঙ্গে লাগাতার বনধের হুঁশিয়ারি
পাহাড়ে অশান্তির ছায়া ফের জোরাল হল। জিটিএ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য সরকারকে প্রত্যক্ষ হুঁশিয়ারি দিলেন বিমল গুরুং। মঙ্গলবার জনমুক্তি মোর্চার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠালেন তিনি। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে এর আগেই ৭২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল জনমুক্তি মোর্চা। এবার লাগাতার বনধের ডাক দিলেন জিটিএ। মোর্চার হুঁশিয়ারি, প্রশাসন তাদের ডাকা বনধ দমন করতে চাইলে তার ফল ভালো হবে না। জনমুক্তি মোর্চা ছাত্রছাত্রি ও পর্যটকদের পাহাড় ছাড়ার আবেদন জানিয়েছেন।
পাহাড়ে অশান্তির ছায়া ফের জোরাল হল। জিটিএ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য সরকারকে প্রত্যক্ষ হুঁশিয়ারি দিলেন বিমল গুরুং। মঙ্গলবার জনমুক্তি মোর্চার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠালেন তিনি। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে এর আগেই ৭২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল জনমুক্তি মোর্চা। এবার লাগাতার বনধের ডাক দিলেন জিটিএ। মোর্চার হুঁশিয়ারি, প্রশাসন তাদের ডাকা বনধ দমন করতে চাইলে তার ফল ভালো হবে না। জনমুক্তি মোর্চা ছাত্রছাত্রি ও পর্যটকদের পাহাড় ছাড়ার আবেদন জানিয়েছেন।
রাজ্য সরকার ও মোর্চার মধ্যে বিবাদ শুরু হয়েছিল কয়েক মাস আগেই। নরমে গরমে তা সামাল দিচ্ছিল দু পক্ষই। তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্র সুর নরম করতেই পাহাড়ে ফের অশান্তির ইঙ্গিত। সোমবার থেকে পাহাড়ে বাহাত্তর ঘণ্টা বনধের ডাক দিয়েছে মোর্চা । বনধের আগের দিন জেহাদের সুর আরও চড়িয়ে কালিম্পঙের গরুবাথানে বিমল গুরুং জানিয়ে দিলেন, মোর্চা জিটিএ ছাড়ছে । রাজ্য সরকারের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ তুলেছেন মোর্চা সভাপতি। মোর্চার আন্দোলনের সিদ্ধান্তকে পাহাড়ে অশান্তি তৈরির চক্রান্ত হিসেবেই দেখছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি ফেরানোর চেষ্টা করলেও তা ভেস্তে দেওয়ার চক্রান্ত চলছে বলেই মন্তব্য করেন তিনি।