পিংলা আতঙ্কের মাঝেই এবার বোমা উদ্ধার বারুইপুরে

পিংলা, কেতুগ্রাম বিস্ফোরণকাণ্ড ঘিরে উত্তেজনার মাঝেই আজ সকালে বোমা উদ্ধার হল বারুইপুরে। মাদারহাটের বাতলায় একটি বাড়ির পাঁচিলের পাশে পলিথিনের ব্যাগে পাওয়া যায় পাঁচটি তাজা বোমা। বারুইপুর থানা থেকে পুলিস এসে বোমাগুলি সরিয়ে নিয়ে যায়। পরে জলে ভিজিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Updated By: May 10, 2015, 11:06 AM IST
পিংলা আতঙ্কের মাঝেই এবার বোমা উদ্ধার বারুইপুরে
পিংলা বিস্ফোরণের ফাইল ছবি

ওয়েব ডেস্ক: পিংলা, কেতুগ্রাম বিস্ফোরণকাণ্ড ঘিরে উত্তেজনার মাঝেই আজ সকালে বোমা উদ্ধার হল বারুইপুরে। মাদারহাটের বাতলায় একটি বাড়ির পাঁচিলের পাশে পলিথিনের ব্যাগে পাওয়া যায় পাঁচটি তাজা বোমা। বারুইপুর থানা থেকে পুলিস এসে বোমাগুলি সরিয়ে নিয়ে যায়। পরে জলে ভিজিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এর আগে এই অঞ্চলেই কৌটো বোমা পাওয়া গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকায় ঢুকছে। তারই প্রমাণ এই ধরনের বোমা উদ্ধার হওয়া। পুলিসি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

পিংলা, কেতুগ্রামে বিস্পরোণ কাণ্ডের জেরে এদিন বারুইপুরে আতঙ্ক ছিল।

.