সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিতে বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে বোমাবাজি
রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে বোমাবাজি, ভাঙচুর। এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিস।
ওয়েব ডেস্ক : রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে বোমাবাজি, ভাঙচুর। এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিস।
ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। অভিযোগ, গতরাতে হুগলির উত্তরপাড়ায় বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে ভাঙচুর চালায় একদল যুবক। বাইকে করে এসে নেত্রীর কোন্নগরের বাড়িতে ঢোকে তারা। চলে বোমাবাজি, মারধর। আহত বিজেপি নেত্রীকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই একাজ করেছে।
এর আগে গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর কলকাতায় বিজেপি অফিসে হামলা চালায় শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য বিজেপি সদর কার্যালয়ে বিশাল সংখ্যায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন, CBI-এর বিরুদ্ধে FIR তৃণমূলের, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ বাবুলের