ক্রমশই কি অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছে চুঁচুড়া?
ক্রমশই কি অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছিল চুঁচুড়া? গত কয়েকমাসের অপরাধের খতিয়ানে অন্তত সেই ইঙ্গিতই স্পষ্ট হচ্ছে। মাস পাঁচেকের মধ্যেই পাঁচটা খুন।
ওয়েব ডেস্ক : ক্রমশই কি অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছিল চুঁচুড়া? গত কয়েকমাসের অপরাধের খতিয়ানে অন্তত সেই ইঙ্গিতই স্পষ্ট হচ্ছে। মাস পাঁচেকের মধ্যেই পাঁচটা খুন।
৪ অগাস্ট- খাদিনা মোড়ে মালিকের বাড়িতে খুন হন ড্রাইভার গৌতম সেন।
২৪ সেপ্টেম্বর- ব্যান্ডেলে লিচু বাগানে খুন হন মুকেশ তাঁতি।
৯ অক্টোবর- খুন কারবার এলাকার যুবক দেবাশিস দাস।
১৫ অক্টোবর- খাগরাজোলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরন। মৃত্যু দুজনের।
২১ অক্টোবর- কাপাসডাঙায় খুন হন সজল দাস।
মানুষের নিরাপত্তার অভাবই কী জনরোষের কারণ হয়ে উঠেছে চুঁচুড়ার লেনিন নগরের ঘটনায়? গণপিটুনিতে মৃত্যু মা ও ছেলের। নিহতদের নাম গোপাল মজুমদার ও আশা মজুমদার। ছেলেকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন তাঁর মা। অভিযোগ, ছেলের দুষ্কর্মে মদতের। প্রশাসনের ওপর কী আস্থা কমছিল বাসিন্দাদের? তারই জেরেই কী এই অসহিষ্ণুতা? উঠছে প্রশ্ন।