পুরুলিয়া গিয়ে চটেছেন মুখ্যমন্ত্রী

লোকশিল্পীদের নামের তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা মানতে হবে। পুরুলিয়ায় প্রসাশনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মোট ৫৮ হাজার লোকশিল্পীকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে ভাতা দেয় সরকার। কিন্তু শুধুমাত্র পুরুলিয়া জেলা থেকেই ৭৮ হাজার লোকশিল্পীর নামের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। আর এতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Aug 4, 2016, 09:27 AM IST
পুরুলিয়া গিয়ে চটেছেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: লোকশিল্পীদের নামের তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা মানতে হবে। পুরুলিয়ায় প্রসাশনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মোট ৫৮ হাজার লোকশিল্পীকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে ভাতা দেয় সরকার। কিন্তু শুধুমাত্র পুরুলিয়া জেলা থেকেই ৭৮ হাজার লোকশিল্পীর নামের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। আর এতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। 

পুরুলিয়া ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তরদিনাজপুর থেকেও অনেক বেশি নামের তালিকা পাঠানো হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। গোটা বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছেন তিনি। এর পিছনে কোনও চক্র কাজ করছে। এমনটাই আশঙ্কা মুখ্যমন্ত্রীর। 

 

.