এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধনে জেলা সফরে মুখ্যমন্ত্রী

ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী। আজ দুপুর ১২টা ৪০ কৃষ্ণনগরের কলেজ মাঠে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী যান নদিয়া-মুর্শিদাবাদের সীমানায় পলাশিতে। পলাশির পাগলাচণ্ডির মাঠেই শুরু হয়েছে সরকারি প্রকল্পের শিল্যান্যাস অনুষ্ঠান।

Updated By: Dec 17, 2013, 02:12 PM IST

ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী। আজ দুপুর ১২টা ৪০ কৃষ্ণনগরের কলেজ মাঠে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী যান নদিয়া-মুর্শিদাবাদের সীমানায় পলাশিতে। পলাশির পাগলাচণ্ডির মাঠেই শুরু হয়েছে সরকারি প্রকল্পের শিল্যান্যাস অনুষ্ঠান।

এখান থেকেই ১০০টি প্রকল্পের শিল্যান্যাস ও ৪১টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর মুর্শিদাবাদের রেজিনগরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আজ রাতেই নদিয়ায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল কৃষ্ণনগরে নদিয়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে কৃষ্ণনগরেই জনসভার কর্মসূচি রয়েছে তাঁর।

.