প্রেমে প্রত্যাখ্যান, অ্যাসিড হামলার হুমকি যুবকের, আত্মঘাতী কলেজ ছাত্রী
প্রেমে প্রত্যাখ্যান। অ্যাসিড হামলার হুমকি যুবকের। আত্মঘাতী হলেন কলেজ ছাত্রী। তাঁর পরিবারের অভিযোগ, হুমকির জেরেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মানিকগঞ্জে। পরিবারের দাবি, গত কয়েক বছর মানিকগঞ্জের নাওজওয়া পাড়ার বাবলি পরভিনের সঙ্গে এক যুবকের সম্পর্ক হয়। বিয়েও পাকা হয়। অভিযোগ, এরই মধ্যে আরও এক যুবক, রুবেল হক সরকার ওই তরুণীকে উত্যক্ত করতে থাকে। রুবেলের প্রেমের প্রস্তাবে রাজি হননি বাবলি। এরপরই তাঁকে হুমকি দিতে থাকে রুবেল।
![প্রেমে প্রত্যাখ্যান, অ্যাসিড হামলার হুমকি যুবকের, আত্মঘাতী কলেজ ছাত্রী প্রেমে প্রত্যাখ্যান, অ্যাসিড হামলার হুমকি যুবকের, আত্মঘাতী কলেজ ছাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/27/79672-jalpaiguri27-2-17.jpg)
ওয়েব ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যান। অ্যাসিড হামলার হুমকি যুবকের। আত্মঘাতী হলেন কলেজ ছাত্রী। তাঁর পরিবারের অভিযোগ, হুমকির জেরেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মানিকগঞ্জে। পরিবারের দাবি, গত কয়েক বছর মানিকগঞ্জের নাওজওয়া পাড়ার বাবলি পরভিনের সঙ্গে এক যুবকের সম্পর্ক হয়। বিয়েও পাকা হয়। অভিযোগ, এরই মধ্যে আরও এক যুবক, রুবেল হক সরকার ওই তরুণীকে উত্যক্ত করতে থাকে। রুবেলের প্রেমের প্রস্তাবে রাজি হননি বাবলি। এরপরই তাঁকে হুমকি দিতে থাকে রুবেল।
আরও পড়ুন দুর্ঘটনার জন্য পাঁচজন পরীক্ষার্থীর এবছর আর মাধ্যমিক পরীক্ষাই দেওয়া হল না
পরিবারের দাবি, গত ১৭ ফেব্রুয়ারি আত্মহত্যার চেষ্টা করেন ওই বাবলি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। গতকাল ফের অসুস্থ হলে বাবলিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।
আরও পড়ুন হুগলিতে ছাত্রের রহস্যমৃত্যুতে জড়িয়ে গেল এক তরুণীর নাম