বঞ্চনার অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালালেন গ্রাহকরা

বঞ্চনার অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালালেন গ্রাহকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছ়ড়াল মালদার রতুয়া এলাকার বালুপুর গ্রামে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রেশন দোকানের মালিকের সঙ্গে কথা বলেছেন পুলিস আধিকারিরা।

Updated By: Mar 24, 2017, 08:12 PM IST
বঞ্চনার অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালালেন গ্রাহকরা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বঞ্চনার অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালালেন গ্রাহকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছ়ড়াল মালদার রতুয়া এলাকার বালুপুর গ্রামে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রেশন দোকানের মালিকের সঙ্গে কথা বলেছেন পুলিস আধিকারিরা।

আরও পড়ুন- দুর্গাপুরের মাঠে এখন আর দেখা যায় না সেই চেনা ছবি!

গ্রাহকদের অভিযোগ, রেশন ডিলার তাঁদের প্রাপ্য রেশনে দিচ্ছে না। সামগ্রী নেই বলে তাদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। নোটিস ঝুলিয়ে দিনের পর দিন গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি যাঁদের পুরনো কার্ড, তাঁদের রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের। এরপরই আজ ক্ষুব্ধ গ্রাহকরা ভাঙচুর চালালেন রেশন দোকানে।

.