নোট বাতিলের আঁচে এবার বাড়তে পারে জিনিসের দাম

দেশ জুড়ে নোটের আকাল। আর তারই প্রভাব পণ্য পরিবহণে। অধিকাংশ ট্রাক চালকের কাছে নেই তেল ভরার টাকা। মাঝ পথে আটকে পড়ছে ট্রাক। অনেক ট্রাক চলছেই না। যার ফলে যোগান কমছে পাইকারি বাজারে। ফলে বাড়তে পারে জিনিসের দাম।

Updated By: Nov 17, 2016, 06:08 PM IST
নোট বাতিলের আঁচে এবার বাড়তে পারে জিনিসের দাম

ওয়েব ডেস্ক : দেশ জুড়ে নোটের আকাল। আর তারই প্রভাব পণ্য পরিবহণে। অধিকাংশ ট্রাক চালকের কাছে নেই তেল ভরার টাকা। মাঝ পথে আটকে পড়ছে ট্রাক। অনেক ট্রাক চলছেই না। যার ফলে যোগান কমছে পাইকারি বাজারে। ফলে বাড়তে পারে জিনিসের দাম।

নোট বাতিলের ধাক্কায় রীতিমতো বেসামাল দশা পণ্য পরিবহণের। আপাতত টোল ট্যাক্স মকুব করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। তবে তাতে সমস্যা কমছে কই। নোটের অভাবে ট্রাকে ডিজেল ভরাতে পারছেন না বহু চালক। নোট সমস্যার জেরে সীমান্তেই আটকে পড়েছে অসংখ্য ট্রাক। একই অবস্থা ধূলাগড়ের মতো গুরুত্ব পূর্ণ ট্রাক টার্মিনালেরও। ভিন রাজ্য থেকে এখানেই পৌছয় শাক-সবজির মতো নিত্য প্রয়োজনীয়  জিনিসপত্র।  কিন্তু নোটের সমস্যায় কমেছে  ট্রাকের সংখ্যা। পরিবহণের এই সমস্যার প্রভাব সরাসরি পড়ছে জিনিসের দামে। পরিস্থিতি সামাল দিতে ট্রাক সংগঠনগুলির তরফে ভ্রাম্যমাণ টাকা বদলের ব্যবস্থার দাবি তোলা হয়েছে। যাতে মাঝ পথে ট্রাক না থামাতে হয়। আরও পড়ুন, জেলাশাসকের হস্তক্ষেপে চা শ্রমিকের বেতন সমস্যার সমাধান

.