দাদার কীর্তি

ভোটের বাজার গরম করতে তৃণমূলের নেতারা একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন। জনপ্রতিনিধি হয়েও ভুলে যাচ্ছেন এইসব মন্তব্য অসংবিধানিক। `সিপিআইএম কর্মীদের ধরে মার`, `পুলিসের গাড়িতে বোমা মারো` এমন উস্কানিমূলক কথাবার্তা কী ভোটের আবহাওয়াকে গরম করতে পারে।

Updated By: Jul 19, 2013, 08:46 AM IST

ভোটের বাজার গরম করতে তৃণমূলের নেতারা একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন। জনপ্রতিনিধি হয়েও ভুলে যাচ্ছেন এইসব মন্তব্য অসংবিধানিক। `সিপিআইএম কর্মীদের ধরে মার`, `পুলিসের গাড়িতে বোমা মারো` এমন উস্কানিমূলক কথাবার্তা কী ভোটের আবহাওয়াকে গরম করতে পারে।
এইরকম মন্তব্যে বিরুদ্ধে পার্টির কোনও লোক যদি মারাও যায়, তাহলে কী মানবিকতা খাতিরে সেইসব নেতাদের কোনও দায় বর্তায় না। নাকি এইসব মুখ ফসকে যাওয়া অহেতুক কথাবর্তা (প্রসঙ্গ- পঞ্চায়েতমন্ত্রীর মন্তব্য, এইরকম কথা বলতে গেলে মুখ ফসকে দু একটা বেরিয়ে যায়) যা কান না দেওয়াই ভাল। আচ্ছা আপনি কি মনে করছেন, জানান আপনার মতামত।
** তৃণমূল সাংসদ তাপস পাল কী বলেছেন শুনুন
** অনুব্রতর অমৃত বচন শুনুন

.