বাবু বোস খুনে ধৃত কমিটির নেতা

বাবু বোস খুনে ধৃত কমিটির নেতা নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের নেতা রবীন্দ্রনাথ ওরফে বাবু বোসের খুনের ঘটনায় জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল

Updated By: Sep 26, 2011, 08:52 PM IST

বাবু বোস খুনে ধৃত কমিটির নেতা
নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের নেতা রবীন্দ্রনাথ ওরফে বাবু বোসের খুনের ঘটনায় জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল
পুলিশ। সোমবার সমন্বয় মঞ্চের ডাকা ২৪ ঘণ্টার ঝাড়গ্রাম বনধের মধ্যেই বিনপুরের অনতিদূরের চেরাবনী এলাকা থেকে আটক করা দিলীপ মাহাতো নামে ওই কমিটি-
নেতাকে। পুলিশের দাবি, ধৃত দিলীপের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরের কাছে দহিজুড়ি বাজারে অজ্ঞাতপরিচয় ঘাতকদের গুলিতে খুন হন বাবু বোস। একটি চায়ের দোকানের
সামনে দাঁডি়য়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলার সময় দু`টি মোটর বাইকে চড়ে এসে চার দুষ্কৃতি খুব কাছ থেকে গুলি করে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতাকে।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পরিকল্পনা মাফিক বাবু বসুকে খুন করেছে মাওবাদী নেতা জয়ন্তর স্কোয়াড। খুনের পিছনে জনসাধারণের
কমিটির একাংশের যোগাযোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বাবু বোসের খুনের প্রতিবাদে সোমবার বিভিন্ন ঝাড়খন্ডি গোষ্ঠীর ডাকা বনধের জেরে কার্যত অচল হয়ে
পড়ে গোটা ঝাড়গ্রাম মহকুমা।

বাবু বোস খুনে ধৃত কমিটির নেতা
নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের নেতা রবীন্দ্রনাথ ওরফে বাবু বোসের খুনের ঘটনায় জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল
পুলিশ। সোমবার সমন্বয় মঞ্চের ডাকা ২৪ ঘণ্টার ঝাড়গ্রাম বনধের মধ্যেই বিনপুরের অনতিদূরের চেরাবনী এলাকা থেকে আটক করা দিলীপ মাহাতো নামে ওই কমিটি-
নেতাকে। পুলিশের দাবি, ধৃত দিলীপের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরের কাছে দহিজুড়ি বাজারে অজ্ঞাতপরিচয় ঘাতকদের গুলিতে খুন হন বাবু বোস। একটি চায়ের দোকানের
সামনে দাঁডি়য়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলার সময় দু`টি মোটর বাইকে চড়ে এসে চার দুষ্কৃতি খুব কাছ থেকে গুলি করে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতাকে।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পরিকল্পনা মাফিক বাবু বসুকে খুন করেছে মাওবাদী নেতা জয়ন্তর স্কোয়াড। খুনের পিছনে জনসাধারণের
কমিটির একাংশের যোগাযোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বাবু বোসের খুনের প্রতিবাদে সোমবার বিভিন্ন ঝাড়খন্ডি গোষ্ঠীর ডাকা বনধের জেরে কার্যত অচল হয়ে
পড়ে গোটা ঝাড়গ্রাম মহকুমা।

বাবু বোস খুনে ধৃত কমিটির নেতা
নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের নেতা রবীন্দ্রনাথ ওরফে বাবু বোসের খুনের ঘটনায় জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল
পুলিশ। সোমবার সমন্বয় মঞ্চের ডাকা ২৪ ঘণ্টার ঝাড়গ্রাম বনধের মধ্যেই বিনপুরের অনতিদূরের চেরাবনী এলাকা থেকে আটক করা দিলীপ মাহাতো নামে ওই কমিটি-
নেতাকে। পুলিশের দাবি, ধৃত দিলীপের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরের কাছে দহিজুড়ি বাজারে অজ্ঞাতপরিচয় ঘাতকদের গুলিতে খুন হন বাবু বোস। একটি চায়ের দোকানের
সামনে দাঁডি়য়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলার সময় দু`টি মোটর বাইকে চড়ে এসে চার দুষ্কৃতি খুব কাছ থেকে গুলি করে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতাকে।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পরিকল্পনা মাফিক বাবু বসুকে খুন করেছে মাওবাদী নেতা জয়ন্তর স্কোয়াড। খুনের পিছনে জনসাধারণের
কমিটির একাংশের যোগাযোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বাবু বোসের খুনের প্রতিবাদে সোমবার বিভিন্ন ঝাড়খন্ডি গোষ্ঠীর ডাকা বনধের জেরে কার্যত অচল হয়ে
পড়ে গোটা ঝাড়গ্রাম মহকুমা।

বাবু বোস খুনে ধৃত কমিটির নেতা
নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের নেতা রবীন্দ্রনাথ ওরফে বাবু বোসের খুনের ঘটনায় জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল
পুলিশ। সোমবার সমন্বয় মঞ্চের ডাকা ২৪ ঘণ্টার ঝাড়গ্রাম বনধের মধ্যেই বিনপুরের অনতিদূরের চেরাবনী এলাকা থেকে আটক করা দিলীপ মাহাতো নামে ওই কমিটি-
নেতাকে। পুলিশের দাবি, ধৃত দিলীপের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরের কাছে দহিজুড়ি বাজারে অজ্ঞাতপরিচয় ঘাতকদের গুলিতে খুন হন বাবু বোস। একটি চায়ের দোকানের
সামনে দাঁডি়য়ে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলার সময় দু`টি মোটর বাইকে চড়ে এসে চার দুষ্কৃতি খুব কাছ থেকে গুলি করে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতাকে।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পরিকল্পনা মাফিক বাবু বসুকে খুন করেছে মাওবাদী নেতা জয়ন্তর স্কোয়াড। খুনের পিছনে জনসাধারণের
কমিটির একাংশের যোগাযোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। বাবু বোসের খুনের প্রতিবাদে সোমবার বিভিন্ন ঝাড়খন্ডি গোষ্ঠীর ডাকা বনধের জেরে কার্যত অচল হয়ে
পড়ে গোটা ঝাড়গ্রাম মহকুমা।

Tags:
.