দোল উত্সবে মায়াপুরে এটাই মূল আকর্ষণ

চৈতন্যধাম হিসাবে পুণ্যার্থীদের কাছে প্রসিদ্ধ মায়াপুর। দোল উত্সব ঘিরে মায়াপুর পরিণত হয়েছে একটা ছোট্ট পৃথিবীতে। দোলের দিন মায়াপুর ইস্কনে রং খেলা হয় না। মহাপ্রভুর জন্ম তিথি হিসেবেই দিনটি পালিত হয়। বিকেলে হয় অভিষেক।

Updated By: Mar 12, 2017, 10:12 AM IST
দোল উত্সবে মায়াপুরে এটাই মূল আকর্ষণ

ওয়েব ডেস্ক : চৈতন্যধাম হিসাবে পুণ্যার্থীদের কাছে প্রসিদ্ধ মায়াপুর। দোল উত্সব ঘিরে মায়াপুর পরিণত হয়েছে একটা ছোট্ট পৃথিবীতে। দোলের দিন মায়াপুর ইস্কনে রং খেলা হয় না। মহাপ্রভুর জন্ম তিথি হিসেবেই দিনটি পালিত হয়। বিকেলে হয় অভিষেক।

মহাপ্রভুর জন্মলগ্নে দুধ, ঘি, মধু, ডাবের জল দিয়ে বিগ্রহকে স্নান করানো হয়।  রাধাকৃষ্ণের মূর্তির পায়ে আবির ছুঁইয়ে দেন পুরোহিত। এরপর হয় পুষ্পাঞ্জলি। জাতি, ধর্ম, বর্ণের বেড়া ডিঙিয়ে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর।

আরও পড়ুন, শান্তিনিকতনের আকাশে আজ রং মিলান্তি

আরও পড়ুন, হাওয়ায় হাওয়ায় লেগেছে যে রং, দোল উত্সবে মাতল রাজ্য

.