বৃষ্টিতে ভয়াবহ ডুয়ার্স

টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ডুয়ার্সের। গতকাল বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা। জল বেড়েছে তিস্তা,চেল,ঘিস,লিস, মাল ও জলঢাকা নদির। জলঢাকায় জলে তলিয়েছে এক কিশোর।  জল জমে যাওয়ায় প্রায় গৃহবন্দি ওদলাবাড়ির ঘিস বস্তি, বর্মণ পাড়ার বাসিন্দারা। ঘিস নদিতে বোল্ডার তুলতে গিয়ে জলে অটকে পড়েছে তিনটি ট্রাক। এদিকে মাল নদির জলে মালবাজারের বহু অংশে জল জমেছে। জল জমেছে নাগ্রাকাটার গ্লাস মোর এলাকায়।

Updated By: Oct 12, 2016, 03:24 PM IST
বৃষ্টিতে ভয়াবহ ডুয়ার্স

ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ডুয়ার্সের। গতকাল বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা। জল বেড়েছে তিস্তা,চেল,ঘিস,লিস, মাল ও জলঢাকা নদির। জলঢাকায় জলে তলিয়েছে এক কিশোর।  জল জমে যাওয়ায় প্রায় গৃহবন্দি ওদলাবাড়ির ঘিস বস্তি, বর্মণ পাড়ার বাসিন্দারা। ঘিস নদিতে বোল্ডার তুলতে গিয়ে জলে অটকে পড়েছে তিনটি ট্রাক। এদিকে মাল নদির জলে মালবাজারের বহু অংশে জল জমেছে। জল জমেছে নাগ্রাকাটার গ্লাস মোর এলাকায়।

আরও পড়ুন- উত্তর পশ্চিম বঙ্গপোসাগর আর ওড়িশা উপকূলে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত

গত কুড়ি ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে। পাহাড়েও প্রচণ্ড বৃষ্টি। মিরিকের ঘয়াবাড়ির কাছে ধস নামে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ রক্তি খোলা ব্রিজ।

আরও পড়ুন- নবমীর আনন্দও মাটি করতে হাজির ঘূর্ণাসুর

.