ডানলপ আন্দোলনে যৌথ অ্যাকশন কমিটি গঠন

ডানলপ খোলার দাবিতে যৌথ অ্যাকশন কমিটি গড়ল সিপিআইএম-তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের শ্রমিক সংগঠন। রবিবার সাহাগঞ্জে সিটু, আইএনটিটিইউসি, আইএনটিইউসি একযোগে অ্যাকশন কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, যৌথ অ্যাকশন কমিটি ডানলপ খোলা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। শনিবার সাহাগঞ্জের ডানলপ কারখানায় সাসপনেশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হয়।

Updated By: Oct 9, 2011, 02:55 PM IST

ডানলপ খোলার দাবিতে যৌথ অ্যাকশন কমিটি গড়ল সিপিআইএম-তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের শ্রমিক সংগঠন। রবিবার সাহাগঞ্জে সিটু, আইএনটিটিইউসি, আইএনটিইউসি একযোগে অ্যাকশন কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, যৌথ অ্যাকশন কমিটি ডানলপ খোলা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। শনিবার সাহাগঞ্জের ডানলপ কারখানায় সাসপনেশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হয়। ডানলপ জট কাটাতে সোমবার দুপুরে বৈঠকে বসছে রাজ্য সরকার। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন। ডানলপ কর্তৃপক্ষকেও আলোচনার জন্য ডাকা হয়েছে।
 

.