হাতি হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার বড়জোড়ায়, বনদফতরের নির্লিপ্ততায় হতাশ গ্রামবাসীরা

হাতির হানায় বাঁকুড়ার বড়জোড়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে সোনামুখী, রাউতোড়া, জগন্নাথপুর ও বৃন্দাবনপুরে ঢুকে পড়ে ওই হাতির পাল। দলে রয়েছে শতাধিক হাতি। দলমা থেকে আসা হাতির পালের হানায় নষ্ট হয়েছে প্রায় একশো বিঘার জমির ফসল। গ্রামবাসীরা চেষ্টা করেও হাতির দলটিকে তাড়াতে পারেননি।

Updated By: Jan 16, 2014, 11:42 PM IST

হাতির হানায় বাঁকুড়ার বড়জোড়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে সোনামুখী, রাউতোড়া, জগন্নাথপুর ও বৃন্দাবনপুরে ঢুকে পড়ে ওই হাতির পাল। দলে রয়েছে শতাধিক হাতি। দলমা থেকে আসা হাতির পালের হানায় নষ্ট হয়েছে প্রায় একশো বিঘার জমির ফসল। গ্রামবাসীরা চেষ্টা করেও হাতির দলটিকে তাড়াতে পারেননি।

শুধু ক্ষেতের ফসলই নয়, হাতির হানায় নষ্ট হয়েছে ঘরবাড়িও। হাতি তাড়াতে বনদফতরে গিয়েও কোনও সাহায্য পাননি গ্রামবাসীরা। একবার তাঁদের যেতে বলা হয় বিট অফিসে। বিট অফিস আবার তাঁদের পাঠিয়ে দেয় রেঞ্জ অফিসে। বিট অফিস , রেঞ্জ অফিস ঘুরে হতাশ গ্রামবাসীরা এখন বুঝতে পারছেন না এই বিপদে তাঁদের পাশে কে দাঁড়াবে।

.