নকল সার তৈরির কারখানার খোঁজ মিলল রায়গঞ্জের সোহারই এলাকায়

নকল সার তৈরির কারখানার খোঁজ মিলল রায়গঞ্জের সোহারই এলাকায়। পাড়ার মধ্যেই রমরমিয়ে চলছে নকল সারের কারখানা। কাছেই রায়গঞ্জ থানা, পাড়ার সকলে জানলেও অবৈধ কারবারের খোজ ছিল না পুলিসের কাছে।

Updated By: Feb 5, 2017, 06:41 PM IST
নকল সার তৈরির কারখানার খোঁজ মিলল রায়গঞ্জের সোহারই এলাকায়

ওয়েব ডেস্ক: নকল সার তৈরির কারখানার খোঁজ মিলল রায়গঞ্জের সোহারই এলাকায়। পাড়ার মধ্যেই রমরমিয়ে চলছে নকল সারের কারখানা। কাছেই রায়গঞ্জ থানা, পাড়ার সকলে জানলেও অবৈধ কারবারের খোজ ছিল না পুলিসের কাছে।

আরও পড়ুন প্রাক্তন প্রেমিকের হুমকিতে আত্মঘাতী নদিয়ার কিশোরী

গ্রামের মধ্যেই বাড়ি। এই বাড়িতেই নকল সার তৈরির কারখানা। পাড়ার মধ্যে কারখানা। জানে পাড়ার সবাই। কিন্তু মুখ খুলতে রাজি নয় কেউ। বাড়ির ছাদে চলছে সার তৈরি। ক্যামেরা দেখা পালায় সবাই। পরে কিছুক্ষণ পরে ফিরে আসে। এই নকল সার ছড়িয়ে দেওয়া হয় গোটা জেলায়।

আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালো জায়গায় ভারত এ

থানা যে এখান থেকে খুব দূরে এমনটা নয়। গ্রামের সবাই জানে তবু খবর ছিল না পুলিস প্রশাসনের কাছে। পরে চব্বিশ ঘণ্টার কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। বাড়ির পেছনের পুকুরে কচুরী পানা চাপা দেওয়া প্রচুর নকল সারের বস্তা পুলিস উদ্ধার করেছে।

.