মালদা এখন 'কারগিল', রাতভর গুলিতে মালদার কালিয়াচক আতঙ্কে দিন গুনছে, নিহত ১

গুলি, বোমা, খুন শব্দগুলো বড় পরিচিত হয়ে উঠেছে বীরভূমের পাড়ুই থেকে মালদার কালিয়াচক। আবারও প্রকাশ্যে গুলি চলল দুষ্কৃতিদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। মালদার কালিয়াচকে।

Updated By: Oct 13, 2015, 10:25 AM IST
মালদা এখন 'কারগিল', রাতভর গুলিতে মালদার কালিয়াচক আতঙ্কে দিন গুনছে, নিহত ১
File- PIC

ওয়েব ডেস্ক: গুলি, বোমা, খুন শব্দগুলো বড় পরিচিত হয়ে উঠেছে বীরভূমের পাড়ুই থেকে মালদার কালিয়াচক। আবারও প্রকাশ্যে গুলি চলল দুষ্কৃতিদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। মালদার কালিয়াচকে।

বলা যেতে পারে, গুলির লড়াই থামছেই না মালদায়। রবিবারের পর সোমবারও রাতভর চলল গুলির লড়াই। দুই সমাজবিরোধী গোষ্ঠীর এই লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মুদি ব্যবসায়ীর। নাম, মন্টু শেখ। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কালিয়াচকের বাসিন্দা মন্টু। তখনই তিনি গুলিবিদ্ধ হন। মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

রবিবার রাতেও কালিয়াচকে গুলিবিদ্ধ হন এক নিরীহ  মানুষ।  দুই গোষ্ঠীর লড়াইয়ের সময় পাঁজরে গুলি লাগে নওদার যদুপুরের জামাল শেখের। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে তাঁর পাঁজর থেকে গুলি বের করা হয়। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

.