অন্ডালে লাইনচ্যুত মালগাড়ি, ১০ থেকে ১২ ঘণ্টা লেট চলছে বহু ট্রেন

অন্ডালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় আসানসোল থেকে বর্ধমানগামী সব প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। দেরিতে চলছে পূর্ব রেলের বিভিন্ন ট্রেন। ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসকে বর্ধমান পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ধমান পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়াতেই কোলফিল্ডে ওঠা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

Updated By: Feb 5, 2017, 09:56 AM IST
অন্ডালে লাইনচ্যুত মালগাড়ি, ১০ থেকে ১২ ঘণ্টা লেট চলছে বহু ট্রেন

ওয়েব ডেস্ক : অন্ডালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় আসানসোল থেকে বর্ধমানগামী সব প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। দেরিতে চলছে পূর্ব রেলের বিভিন্ন ট্রেন। ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসকে বর্ধমান পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ধমান পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়াতেই কোলফিল্ডে ওঠা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

ডাউন রাজধানী এক্সপ্রেস প্রায় বারো ঘণ্টা দেরি করে হাওড়া পৌছয়। দেরিতে চলছে শতাব্দী এক্সপ্রেসও। পূর্বা, কালকা-সহ বিভিন্ন আপ ট্রেনও নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দশ ঘণ্টা লেটে চলছে। রানিগঞ্জে দাঁড়িয়ে পড়ে আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস। বাতিল করা হয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস।

.