জিটিএ-র শপথগ্রহণ ঘিরে সাজছে পাহাড়

আগামিকাল জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান। এই উপলক্ষে সেজে উঠছে দার্জিলিং। জিটিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার মনোনীত হয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। জিটিএ-র চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রদীপ প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে, রাজ্যপাল এম কে নারায়ণন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Aug 3, 2012, 10:36 PM IST

আগামিকাল জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান। এই উপলক্ষে সেজে উঠছে দার্জিলিং। জিটিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার মনোনীত হয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। জিটিএ-র চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রদীপ প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে, রাজ্যপাল এম কে নারায়ণন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জিটিএ নির্বাচনে ৪৫ টা আসনেই জয়ী মোর্চা। তারমধ্যে ২৮টি আসনে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর এই ক্লিন সুইপের হাত ধরেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চলে গিয়েছে মোর্চার হাতে। শনিবার আনুষ্ঠানিক শপথগ্রহণ। তার আগে শুক্রবার বৈঠকে বসে মোর্চা। সর্বসম্মতভাবে জিটিএ-র চিফ এক্জিকিউটিভ অফিসার মনোনীত হয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং।
 
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দার্জিলিংয়ে। ম্যালের চৌমাথা মোড়ে মঞ্চ তৈরির কাজ শুক্রবারই প্রায় শেষ। আর এই মঞ্চে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল এম কে নারায়ণনের পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। বৃহস্পতিবারই তাঁকে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জিটিএ নির্বাচনে জয়ের পরই মোর্চা নেতারা জানিয়েছিলেন প্রাথমিকভাবে শিক্ষা এবং স্বাস্থ্যে জোর দেবেন তারা। একই সঙ্গে সড়ক উন্নয়ন এবং পর্যটনেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

.