কাকদ্বীপ মামলায় রূপা গাঙ্গুলির আগাম জামিন মঞ্জুর হাইকোর্টের
কাকদ্বীপ মামলায় রূপা গাঙ্গুলির আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ২০১৪ সালে হারউড পয়েন্টে এক মহিলার উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় মামলা জারি হয়।
ওয়েব ডেস্ক : কাকদ্বীপ মামলায় রূপা গাঙ্গুলির আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ২০১৪ সালে হারউড পয়েন্টে এক মহিলার উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় মামলা জারি হয়।
চলতি মাসে রূপা গাঙ্গুলিকে নোটিস দিয়ে ডাকে পুলিস। তার আগেই আগাম জামিন চেয়ে আদালতে যান রূপা। দশ হাজার টাকার সিকিউরিটি বন্ডে সেই আবেদন মঞ্জুর করল আদালত।
আরও পড়ুন, "নাম পাল্টে কেওড়াতলা অ্যাপেলো সাইনবোর্ড ঝুলিয়ে দেব?"; ফোনেই ধমক, চেনা মেজাজে মদন মিত্র
আরও পড়ুন, 'ময়দানেই আছি', সিপিএমের অনুশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফের ফেসবুক বিল্পবে ঋতব্রত