নবান্নে কাজ শুরুর প্রথম দিনেই লিফট বিভ্রাট, নাকাল কর্মীরা
পুরোদমে কাজ শুরুর প্রথম দিনেই নবান্নে প্রবেশে বিভ্রাট। লিফটের সামনে সরকারি কর্মচারিদের লম্বা লাইন পড়ল। লিফটে ওঠার ছাড়পত্র পেতে কেউ দাঁড়িয়েছেন আধঘণ্টা, আবার কারোও কেটে গেছে ঘণ্টা দুয়েক। কেননা, নবান্নে প্রবেশের জন্য কর্মীদের জন্য বরাদ্দ একটি মাত্র লিফট।
পুরোদমে কাজ শুরুর প্রথম দিনেই নবান্নে প্রবেশে বিভ্রাট। লিফটের সামনে সরকারি কর্মচারিদের লম্বা লাইন পড়ল। লিফটে ওঠার ছাড়পত্র পেতে কেউ দাঁড়িয়েছেন আধঘণ্টা, আবার কারোও কেটে গেছে ঘণ্টা দুয়েক। কেননা, নবান্নে প্রবেশের জন্য কর্মীদের জন্য বরাদ্দ একটি মাত্র লিফট।
ছবি দেখে মনে হচ্ছে না শহরের বক্সঅফিস হিট করা কোনও সিনেমার জন্য দর্শকদের অধীর অপেক্ষা। আর তার জন্যই এই লম্বা লাইন। আদতে কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। লাইনে দাঁড়িয়ে থাকা এরা সবাই সরকারি কর্মচারি। লাইন পড়েছে নয়া মহাকরণ নবান্নর সামনে। কিন্তু সপ্তাহের প্রথম দিন কেন এই দীর্ঘ লাইন? কারণ লিফট বিভ্রাট। সপ্তাহের প্রথম দিন। সময়ের কিছু আগেই গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন কর্মীরা। সময়ে পৌঁছলে কী হবে? হাজার খানেক কর্মীর জন্য বরাদ্দ হয়েছে মাত্র একটি মাত্র লিফট। তাই লিফটে ওঠার ছাড়পত্র পেতে বেজায় দেরি।
সকাল সাড়ে নটা থেকে লাইন ক্রমশ বাড়তে বাড়তে পৌঁছে যায় দ্বিতীয় হুগলি সেতুর কাছে। কেউ আধঘণ্টা আবার কেউ দুঘণ্টা অপেক্ষার পরেও পাননি লিফটে ওঠার সুযোগ। তবে অব্যবস্থা নিয়ে সেভাবে মুখ খোলেননি কেউই।