তৃণমূল ক্যাম্প অফিসে বোমার ব্যাগ, উদ্ধার ১৮টি তাজা বোমা, হাওড়ার উনসানির ঘটনা
ভোট চলছে রাজ্যের ৫টি পুরসভায়। ভোট হচ্ছে হাওড়া, বহরমপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম ও মেদিনীপুর পুরসভায়। এছাড়াও রাজ্যের ২৩ টি পুরসভার ২৯ টি ওয়ার্ডে উপনির্বাচন। ১৭৮১টি বুথে মোট ১৭৪টি ওয়ার্ডে প্রার্থী নির্বাচনে ভোট দেবেন ১৩ লক্ষ ৬৫ হাজার ২৮০ জন ভোটার। এবারের ভোটে নজরে রয়েছে বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা ও কংগ্রেসের শক্ত ঘাঁটি বহরমপুর পুরসভা। সোমবার ভোটগণনা।
ভোট চলছে রাজ্যের ৫টি পুরসভায়। ভোট হচ্ছে হাওড়া, বহরমপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম ও মেদিনীপুর পুরসভায়। এছাড়াও রাজ্যের ২৩ টি পুরসভার ২৯ টি ওয়ার্ডে উপনির্বাচন। ১৭৮১টি বুথে মোট ১৭৪টি ওয়ার্ডে প্রার্থী নির্বাচনে ভোট দেবেন ১৩ লক্ষ ৬৫ হাজার ২৮০ জন ভোটার। এবারের ভোটে নজরে রয়েছে বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা ও কংগ্রেসের শক্ত ঘাঁটি বহরমপুর পুরসভা। সোমবার ভোটগণনা।
পুরভোটের LIVE UPDATE:
# তৃণমূল ক্যাম্প অফিসে বোমার ব্যাগ। ব্যাগে উদ্ধার ১৮টি তাজা বোমা। হাওড়ার উনসানি এলাকার ঘটনা। বাইকে করে আসে দুই যুবক। তৃণমূল অফিসে ব্যাগ দিয়ে যায় তাঁরা। একজনকে ধরে ফেলে গণপ্রহার। গণপ্রহার দিলেন এলাকাবাসীরা। তুলে দেওয়া হল পুলিসের হাতে। হাওড়ার পুরভোটে সন্ত্রাসের অভিযোগ। ৪৫ নং ওয়ার্ডের ঘটনা।
# হাওড়ায় পুরভোট সন্ত্রাসের অভিযোগ। ৪৫ নং ওয়ার্ডের গোয়াবেড়িয়া হাইস্কুল। ভোটরদের মারধরের অভিযোগ। লাইনে দাঁড়িয়ে আক্রান্ত হন ভোটাররা। অভিযোগ তির তৃণমূলের দিকে। 'লাইন নিয়ন্ত্রণ করছে ক্যাডাররাই। পুলিস বুথ থেকে দূরে মাঠে বসে।' অভিযোগ সিপিআইএম সমর্থকদের। বুথছাড়া হলেন সিপিআইএম এজেন্টরা।
# ফের আক্রান্ত হাওড়ার মেয়র, ধাক্কা মেরে ফেলা হয় তাঁকে। হামলার জেরে সংজ্ঞা হারান তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে।
# হাওড়ার মেয়রকে লক্ষ্য করে বোমা। মমতা জয়সওয়ালকে লক্ষ্য করে বোমা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজের ওয়ার্ডেই আক্রান্ত মেয়র। অল্পের জন্য রক্ষা পান তিনি। বাইক চড়ে আসে দুষ্কৃতীরা।
# সকাল ১১টা পর্যন্ত ভোটের হার
হাওড়া ভোট পড়েছে ৩৮.২২%
বহরমপুরে ভোট পড়েছে ৪৩.৩৪%
ঝাড়গ্রামে ভোট পড়েছে ৪০.৭৯%
কৃষ্ণনগরে ভোট পড়েছে ৩৯.১২%
কলকাতার দুটি ওয়ার্ডে ২৮.৯৯%
বিধাননগরে ভোট পড়েছে ৩২.৩২%
# সিপিআইএম ক্যাম্প অফিস বাঙচুর। রাজারহাট-গোপালপুর উপনির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডের সিপিআইএম ক্যাম্প অফিসে হামলা চালানো হয়। অফিস ভাঙচুর করে কর্মীদের মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
# হাওড়ার ৫০ নং ওয়ার্ডে উত্তেজনা। কোনা হাইস্কুলে উত্তেজনা। সিপিআইএমের ক্যাম্প অফিস ভাঙচুর। ভাঙচুর চালায় বাইকবাহিনী। নামলো কমব্যাট ফোর্স।
# হাওড়ার বহু বুথ দখলের অভিযোগ। বুথের বাইরে প্রায় সর্বত্র বাইকবাহিনী। কার্যত নজরদারি চালাচ্ছে বাইকবাহিনী। ভোটারদের সন্ত্রস্ত করার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# প্রথম ২ ঘণ্টায় ভোটের হার
হাওড়া ভোট পড়েছে ১৮.৪৫%
বহরমপুরে ভোট পড়েছে ২১.১০%
ঝাড়গ্রামে ভোট পড়েছে ২০.৮৬%
কৃষ্ণনগরে ভোট পড়েছে ২১.৪৪%
কলকাতার দুটি ওয়ার্ডে ১৫.১৪%
# হাওড়ার ভোট দিতে পাড়লেন না মন্ত্রী অরূপ রায়। তিনি ২৬ নং ওয়ার্ডে ৩ নং ভোটার। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি তিনি।
# রাজারহাটের ১২ নং ওয়ার্ডে উত্তেজনা। পোস্টার হোর্ডিং ছেড়ার অভিযোগ। অভিযোগ সিপিআইএমের। কাঠগড়ায় তৃণমূল। রাতে চলে বাইকবাহিনীর তাণ্ডব।
# বিধাননগরে আটক ২৫টি মটোর বাইক। এফডি ব্লকে বাইক আটক পুলিসের। বাইক বাহিনীর তণ্ডবের অভিযোগ। অভিযোগ তুলেছে বিরোধীরা।
# ভোটারদের প্রহবাবিক করার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। সল্টলেকের বিভিন্ন বুথে ঘুরছেন তিনি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
# হাওড়ায় ব্যাপক বুথ জ্যামের অভিযোগ। ৬নং ওয়ার্ডের ৮টি বুথ দখল। ১ নম্বর ওয়ার্ডের বুথ জ্যামের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটিং মেশিনের পাশে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলকর্মীরা। অভিযোগ তারাই বোতাম টিপে দিচ্ছেন।
# ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ। ঝাড়গ্রাম কুমুদ কুমারি স্কুলে বন্ধ। বন্ধ ১১ নং ওয়ার্ডের ভোটগ্রহণ। ১ নং শিরিচক এলাকায় রাতভর হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএমের পোস্টার ছেড়া হল। ঝাড়গ্রামের ১৩ নং ওয়ার্ডের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# উত্তর হাওড়ায় বুথ জ্যামের অভিযোগ। সিপিআইএম এজেন্টদের বসতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ হাওড়া পুরসভায় ২৪ নং ওয়ার্ড। ৭ নং বুথে ভোটগ্রহণ বন্ধ। পার্থক্য ইভিএমও খারাপ।