দিঘি বুজিয়ে রেল লাইন বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির গোঘাটে

দিঘি বুজিয়ে রেল লাইন বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির গোঘাটের ভাবা দিঘি গ্রামে। আজ সকালে মাটি ফেলার কাজ করতে এলে বাধা দেন গ্রামবাসীরা। অভিযোগ, তৃণমূলের লোকেরা মাটি ফেলতে নেতৃত্ব দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। তৃণমূল পার্টি অফিসে আগুনও লাগিয়ে দেওয়া হয়। এলাকায় ইট বৃষ্টি চলে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Updated By: Mar 16, 2017, 02:50 PM IST
দিঘি বুজিয়ে রেল লাইন বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির গোঘাটে

ওয়েব ডেস্ক : দিঘি বুজিয়ে রেল লাইন বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির গোঘাটের ভাবা দিঘি গ্রামে। আজ সকালে মাটি ফেলার কাজ করতে এলে বাধা দেন গ্রামবাসীরা। অভিযোগ, তৃণমূলের লোকেরা মাটি ফেলতে নেতৃত্ব দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। তৃণমূল পার্টি অফিসে আগুনও লাগিয়ে দেওয়া হয়। এলাকায় ইট বৃষ্টি চলে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীদের অভিযোগ, গত রাতে তৃণমূলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মারধর করে। হুমকি দেয়। তার প্রতিবাদেই গ্রামবাসীরা আজ সকাল থেকে একজোট। তাঁদের দাবি, রেল লাইন পাতা হোক দিঘি এড়িয়ে।

আরও পড়ুন, রং সাইডে গাড়ি চালানোর প্রতিবাদ করে প্রহৃত প্রধান শিক্ষক

.