রাজ্যের প্রথম পার্সেল বোমা হত্যা মামলায় সাজা ঘোষণা আদালতের

রাজ্যের প্রথম পার্সেল বোমা হত্যা মামলায় সাজা ঘোষণা করল আদালত। ২০১১ সালে পার্সেল বোমা পাঠিয়ে প্রেমিকা খুনের মামলা। ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা অতিরিক্ত জেলা দায়রা আদালত।

Updated By: Dec 22, 2016, 06:11 PM IST
রাজ্যের প্রথম পার্সেল বোমা হত্যা মামলায় সাজা ঘোষণা আদালতের

ওয়েব ডেস্ক : রাজ্যের প্রথম পার্সেল বোমা হত্যা মামলায় সাজা ঘোষণা করল আদালত। ২০১১ সালে পার্সেল বোমা পাঠিয়ে প্রেমিকা খুনের মামলা। ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা অতিরিক্ত জেলা দায়রা আদালত।

মালদার মালঞ্চ পল্লিতে থাকতেন পেশায় বাংলার শিক্ষিকা অপর্ণা বিশ্বাস। ৫ বছর আগে  বাড়িতে বইয়ের বাক্সে পার্সেল বোমা পাঠিয়ে তাঁকে খুনের চক্রান্ত করে অপরাধীরা। বোমা ফেটে মারা যান অপর্ণা বিশ্বাস। পার্সেল বোমা পাঠিয়েছিল তাঁর প্রেমিক প্রিন্স ঘোষ। বাক্স খুলতেই বিস্ফোরণে মৃত্যু হয় অপর্ণার।

তদন্তে নেমে CID  প্রিন্স ও তার সঙ্গী রাজকুমার ঋষিকে গ্রেফতার করে। জেরায় দোষ কবুল করে নেয় দুজনেই। মামলায় ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৩০২ ও বিস্ফোরক আইনের ৩নং ধারায় প্রিন্স ও ঋষিকে দোষী সাব্যস্ত করেন বিচারক।

আরও পড়ুন, স্কুলে ভর্তি হওয়া নিয়ে উত্তেজনা বহরমপুরে

.