গণি গড়ে গ্রামেগঞ্জে ফুটল ফুল

মালদার গ্রাম পঞ্চায়েতের আটটি আসনের মধ্যে চারটি পেল তৃণমূল। দুটি আসনের দখল রেখেছে বামেরা। কংগ্রেস খুইয়েছে দুটি আসন। একটিতে মাত্র আধিপত্য বজায় রাখতে পেরেছে। পঞ্চায়েত সমিতির চারটি আসনের ফলে অবশ্য কোনও হেরফের হয়নি।

Updated By: Oct 7, 2015, 05:26 PM IST

ওয়েব ডেস্ক: মালদার গ্রাম পঞ্চায়েতের আটটি আসনের মধ্যে চারটি পেল তৃণমূল। দুটি আসনের দখল রেখেছে বামেরা। কংগ্রেস খুইয়েছে দুটি আসন। একটিতে মাত্র আধিপত্য বজায় রাখতে পেরেছে। পঞ্চায়েত সমিতির চারটি আসনের ফলে অবশ্য কোনও হেরফের হয়নি।

মালদার আটটি গ্রাম পঞ্চায়েত আসনে উপনির্বাচন ছিল।

৮টি গ্রাম পঞ্চায়েত আসনে উপনির্বাচন
৪টি তে জয়ী তৃণমূল
৩টি আসনে জয়ী বামেরা
১টি আসনে জয়ী কংগ্রেস
তৃণমূলের দখলে রয়েছে

কালিয়াচক ১নম্বর ব্লকের আলিপুর গ্রাম পঞ্চায়েতের ১টি আসন।
কালিয়াচক  ২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের ১টি আসন
ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের ১টি আসন
চাঁচোল দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের ১টি আসন।

বামেরা পেয়েছে মোট তিনটি আসন

কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীতলা গ্রাম পঞ্চায়েতের  ১টি আসনে জয়ী সিপিএমের
হরিশচন্দ্রপুর ১নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের ১টি আসনেও জয়ী  সিপিএম
হরিশচন্দ্রপুর  ১ নং ব্লকের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের আসনটি দখলে রেখেছে ফরওয়ার্ড ব্লক
হরিশচন্দ্রপুর  ২নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আসনটি পেয়েছে কংগ্রেস।
---------------------------------

পঞ্চায়েত সমিতির উপনির্বাচনে চারটি আসনের মধ্যে তৃণমূলের দখলে গেছে দুটি আসন। একটিতে আধিপত্য বজায় রেখেছে বিজেপি।  আরেকটিতে  জয়ী কংগ্রেস।

তৃণমূল ২
বিজেপি ১
কংগ্রেস ১

হবিবপুররে জাজোল পঞ্চায়েত সমিতি বিজেপির
বামনগোলার জবদোল্লা পঞ্চায়েত সমিতি তৃণমূলের
ইংরেজবাজারের মিল্কি পঞ্চায়েত সমিতি তৃণমূলের
মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি কংগ্রেসের
মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি দখলে রেখেছে কংগ্রেস।
পঞ্চায়েত সমিতির ফলাফলে গতবারের সঙ্গে কোনও হেরফের হয়নি।
তবে গঙ্গাপ্রসাদ ও আলিপুর গ্রাম পঞ্চায়েতের আসনদুটি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

ফ্যাক্টর আবু নাসের
গত পঞ্চায়েত নির্বাচনে এই দুটি আসনই কংগ্রেসের আসনে  দখলে ছিল। এবার ভোটের আগে দল পাল্টে আবু নাসের খান চৌধুরী  তৃণমূলে যোগ দেন। ফলে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক  
তৃণমূলে চলে যায়।
তবে মানিকচক এলাকার উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারেনি তৃণমূল।

 ফ্যাক্টর গোষ্ঠী দ্বন্দ্ব
এরজন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন তৃণমূলের নেতারা। সাবিত্রী মিত্রের সঙ্গে জেলা পরিষদ সদস্য গৌরচন্দ্র মণ্ডলের রেষারেষিতেই ভোট কাটা গেছে  উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিতে। তারই ফসল তুলে আসনটি দখলে রাখতে পেরেছে কংগ্রেস। কাঁটা হয়ে ফুটছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

 

.