মায়ের রূপে মমতা বন্দনা, মুখ্যমন্ত্রীর দশ হাতে আছে 'উন্নয়ন অস্ত্র'

এবার আর তিনি জনসাধারণের কাছে শুধুই দিদি নন। দেবী মা-ও। দেবী দুর্গাকে নয়। এবার পুজোয় 'দশভুজা মা মমতা'কে পুজো করা হবে চাকদার প্রান্তিক ক্লাব পুজো মণ্ডপে। অসুর এখানে মহিষাসুর নয়। দেখতে অনেকটা যেন সূর্যকান্ত মিশ্রের মত। ইতিমধ্যেই চাকদার এই পুজো লোকের নজর কেড়েছে।

Updated By: Oct 6, 2016, 03:29 PM IST
মায়ের রূপে মমতা বন্দনা, মুখ্যমন্ত্রীর দশ হাতে আছে 'উন্নয়ন অস্ত্র'

ওয়েব ডেস্ক : এবার আর তিনি জনসাধারণের কাছে শুধুই দিদি নন। দেবী মা-ও। দেবী দুর্গাকে নয়। এবার পুজোয় 'দশভুজা মা মমতা'কে পুজো করা হবে চাকদার প্রান্তিক ক্লাব পুজো মণ্ডপে। অসুর এখানে মহিষাসুর নয়। দেখতে অনেকটা যেন সূর্যকান্ত মিশ্রের মত। ইতিমধ্যেই চাকদার এই পুজো লোকের নজর কেড়েছে।

'মা মমতা'-র পরনে ট্রেডমার্ক নীল পাড় সাদা শাড়ি। পায়ে হাওয়াই চটি। আর দশ হাতে বিগত পাঁচ বছরের সরকারের বিভিন্ন কাজের খতিয়ান। ফাইবার গ্লাসের তৈরি ৫ ফিট ৫ ইঞ্চির মূর্তিটি করজোড়ে নমস্কার জানাচ্ছে সবাইকে। ব্যাকড্রপটিও বেশ তাত্পর্যপূর্ণ। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের একটি ম্যাপ। যেখানে দার্জিলিং থেকে রাজারহাট নিউটাউন সবগুলোই উঠে এসেছে। বাদ যায়নি কন্যাশ্রীও। দেখুন,

.