প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে অশান্ত অসম থেকে রাজ্য আসছে বহু

অশান্ত অসম পরিস্থিতির জেরে এরাজ্যে ক্রমেই বাড়ছে শরণার্থীদের ভিড়। শরণার্থী শিবির পরিদর্শনে আজ নিজে আলিপুরদুয়ারের কুমারগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে শরণার্থীদের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সঙ্কোশ নদী পেরিয়ে নৌকোয় তাঁরা এপার বাংলায় আসছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দেখাশোনার ব্যবস্থা করা হচ্ছে।

Updated By: Dec 26, 2014, 03:31 PM IST
প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে অশান্ত অসম থেকে রাজ্য আসছে বহু

দিনাজপুর: অশান্ত অসম পরিস্থিতির জেরে এরাজ্যে ক্রমেই বাড়ছে শরণার্থীদের ভিড়। শরণার্থী শিবির পরিদর্শনে আজ নিজে আলিপুরদুয়ারের কুমারগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে শরণার্থীদের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সঙ্কোশ নদী পেরিয়ে নৌকোয় তাঁরা এপার বাংলায় আসছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দেখাশোনার ব্যবস্থা করা হচ্ছে।

 আজ সকালে আশ্রয় শিবিরগুলিতে চিড়ে-গুড় সহ খাবারদাবার বিলি করা হয়েছে। ইতিমধ্যে জেলা বামফ্রন্টের তরফে এক প্রতিনিধিদল শিবির পরিদর্শন করেছেন। তাঁরা কথা বলেন শরণার্থীদের সঙ্গে। পরিদর্শনে যেতে পারে জেলা তৃণমূলের প্রতিনিধিদলও। শরণার্থী শিবিরগুলির নিরাপত্তার জন্য RAF মোতায়েন করা হয়েছে।  

 

.