রাজ্যে ফের মাওবাদীদর উঁকিঝুঁকি; বৈঠকে প্রশাসন

পশ্চিম আকাশে ফের সিঁদুরে মেঘ। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বেড়েছে মাওবাদীদের উঁকিঝুঁকি। এই নিয়েই পুরুলিয়ায় বৈঠক করল বাংলা ও ঝাড়খণ্ড পুলিস। দু'রাজ্যের পুলিসের মধ্যে আলোচনায় উঠে এসেছে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়।

Updated By: Sep 15, 2016, 11:24 PM IST
রাজ্যে ফের মাওবাদীদর উঁকিঝুঁকি; বৈঠকে প্রশাসন
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পশ্চিম আকাশে ফের সিঁদুরে মেঘ। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বেড়েছে মাওবাদীদের উঁকিঝুঁকি। এই নিয়েই পুরুলিয়ায় বৈঠক করল বাংলা ও ঝাড়খণ্ড পুলিস। দু'রাজ্যের পুলিসের মধ্যে আলোচনায় উঠে এসেছে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন- হাওড়ায় চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

পুরুলিয়া সার্কিট হাউসে ওই বৈঠকে ছিলেন দুই রাজ্যের IG, DIG সহ এরাজ্যের চার জেলা ও ঝাড়খণ্ডের নয় রাজ্যের পুলিস সুপার। কিষেণজির মৃত্যুর পর পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদী নাশকতার ঘটনা ঘটেনি। আপাতভাবে শান্ত ঝাড়খণ্ডও। যদিও, তাতে স্বস্তিতে নেই পুলিস কর্তারা। মাওবাদীরা ফের সক্রিয় হয়েছে বলে খবর মিলেছে গোয়েন্দা সূত্রে। আর সেই কারণেই এই তত্‍পরতা।

.