ফের প্রশ্নের মুখে রাজ্যের চিকিত্‍সা পরিষেবা

ফের প্রশ্নে চিকিত্‍সা পরিষেবা। তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃ-মা বিভাগে। সকাল থেকে দফায় দফায় চলল রোগীর আত্মীয়-পরিজনদের বিক্ষোভ। অবস্থা সামলাতে মোতায়েন বিশাল পুলিস বাহিনী।

Updated By: Mar 31, 2017, 03:46 PM IST
ফের প্রশ্নের মুখে রাজ্যের চিকিত্‍সা পরিষেবা

ওয়েব ডেস্ক : ফের প্রশ্নে চিকিত্‍সা পরিষেবা। তুলকালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃ-মা বিভাগে। সকাল থেকে দফায় দফায় চলল রোগীর আত্মীয়-পরিজনদের বিক্ষোভ। অবস্থা সামলাতে মোতায়েন বিশাল পুলিস বাহিনী।

আরও পড়ুন- ফের সংবাদ শিরোনামে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল

অভিযোগ, শুধু নামেই এটি মাদার অ্যান্ড চাইল্ড হাব। রোগীর দেখাশোনার নামগন্ধ নেই। তিন-চার দিন ধরে পড়ে থাকছে রোগী, দেখতেই আসেন না ডাক্তাররা। রোগীর  অবস্থা কেমন, এ প্রশ্নের কোনও জবাব দেন না কেউ। কোনও যোগাযোগই থাকছে না, রোগীর আত্মীয়দের সঙ্গে ডাক্তারদের। যন্ত্রণায় পড়ে কেউ ছটফট করলেও,চিকিত্‍সা হয় না। পরিষেবা নিয়ে এমনই হাজারো অভিযোগ। বাধ্য হয়ে রোগী সরিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই।

.