সল্টলেকে ফুল মার্কস কমিশনের, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডাক সূর্যকান্তের : LIVE UPDATES
দফার হিসেবে চতুর্থ, দিনের হিসেবে পঞ্চম। আজ ভোটগ্রহণ রাজ্যের ৪৯টি আসনে। যারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসন। দুই জেলা মিলিয়ে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ২৮০৬টি। মূলত ঘাসফুল দুর্গ হিসেবে পরিচিত এই এলাকায় আজ বিরোধী জোটের কাছে অ্যাসিড টেস্ট। গড় বাঁচিয়ে রাখার লড়াই শাসকদলেরও।
ওয়েব ডেস্ক : দফার হিসেবে চতুর্থ, দিনের হিসেবে পঞ্চম। আজ ভোটগ্রহণ রাজ্যের ৪৯টি আসনে। যারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসন। দুই জেলা মিলিয়ে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ২৮০৬টি। মূলত ঘাসফুল দুর্গ হিসেবে পরিচিত এই এলাকায় আজ বিরোধী জোটের কাছে অ্যাসিড টেস্ট। গড় বাঁচিয়ে রাখার লড়াই শাসকদলেরও।
একনজরে ভোটের LIVE UPDATES
- 'কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা আগের থেকে ভালো। কমিশনের ভূমিকাও ভালো। তবে সবথেকে বেশি সক্রিয় হয়েছেন মানুষ। এজেন্টরা আক্রান্ত হয়েছেন। সাড়ে ৩ বছরের শিশুও রেহাই পায়নি। তার ওপরেও হামলা হয়েছে। সেই শিশুর মাকে অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন'। সাংবাদিক বৈঠকে বললেন সূর্যকান্ত মিশ্র।
- পুলিসের সঙ্গে বিধাননগরের প্রার্থী সুজিত বসুর বচসায় উত্তেজনা ছড়াল দক্ষিণদাঁড়িতে।
- দমদমে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর।
- কামারহাটির ২১ নম্বর ওয়ার্ডে ভাঙা হল সিপিএমের ক্যাম্প অফিস। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- বরানগরের খালসা মডেল স্কুলে বুথে হামলা। হামলার জেরে মাথা ফাটল জোট এজেন্টের। সঞ্জীব গুহ নামে ওই এজেন্টকে ভর্তি করা হল আরজিকরে।
- বেলা ৩টে : মোটের উপর ভোটের হার ৬৭.২৮ শতাংশ। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ভোট পড়ল যথাক্রমে ৬৭.২৭ ও ৬৭.৩১ শতাংশ।
- তন্ময় ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় নিমতা থানা এলাকা ৩ জনকে গ্রেফতার করল পুলিস।
- অটো বন্ধ কেন? ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমে মেজাজ হারালেন পূর্ণেন্দু বসু। বচসায় জড়িয়ে পড়লেন পুলিসের সঙ্গে।
- সিপিএম ও তৃণমূলের বোমাবাজিতে উত্তপ্ত আমতার জয়পুর। জখম ২ ব্যক্তি।
- হাওড়ায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙল কেন্দ্রীয় বাহিনী। এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তেজনা।
- ভোট দিলেন বীজপু্রে নিগৃহীত শিশুর মা।
- দুপুর ১টা : মোটের উপর ভোট পড়ল ৫২.২২ শতাংশ। হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ভোটের হার যথাক্রমে ৫২.৪৩ ও ৫২.১২ শতাংশ।
- আড়িয়াদহে ২১২ নম্বর বুথে নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে বচসা লকেট চ্যাটার্জির।
- রিটার্নিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ কামারহাটিতে।
- বেআইনি জমায়েতের জন্য কামারহাটিতে তৃণমূল সমর্থকদের উপর লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী। লাঠির ঘায়ে জখম কয়েকজন তৃণমূল কর্মী।
- সকাল ১১টা : মোটের উপর ভোটের হার ৪২.০১ শতাংশ। হাওড়ায় ভোট পড়ল ৪১.২৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৪২.৩৭ শতাংশ।
- হাওড়ার পাঁচলা বিধানসভার ইসলামপুর এলাকায় ভোটারদের হুমকি ও বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে।
- রূপার গতিবিধি নিয়ে পুঙ্খানুপুঙ্খু রিপোর্ট তলব করল কমিশন। বীজপুরে শিশু নিগ্রহের ঘটনাতেও রিপোর্ট তলব কমিশনের।
- ব্যারাকপুরে মহিলা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ শীলভদ্র দত্তের।
- কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে DYFI অফিসে ভাঙচুর।
- "অবান্তর অভিযোগ, জবাব দেব না। " অভিযোগ অস্বীকার চন্দ্রিমা ভট্টাচার্যের।
- উত্তর দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের গাড়িতে হামলা। জহরদাস কলোনিতে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। কাঁচ ভেঙে আহত হন তন্ময় ভট্টাচার্য।
- তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ মিনাখাঁর ঝুজুরগাছা প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সূর্যপদ কর্মকারকে অপসারণ করা হল।
- বুথে ঢুকে কীভাবে ছবি তুললেন রূপা? ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে কমিশনে অভিযোগ দায়ের করলেন লক্ষ্মীরতন শুক্লা।
- ব্যারাকপুরে সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিকের পরিচয়পত্র কেড়ে মারধরের অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে।
- সকাল ৯টা : মোটের উপর ভোট পড়ল ২১.৮৭ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ২২,৬৩ ও হাওড়ায় ২০.৩৪ শতাংশ ভোট পড়েছে।
- হাওড়ার জগতবল্লভপুরে বুথ থেকে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- রাজারহাট-গোপালপুর নেতাজীসংঘে EVM খারাপ হওয়ায় ভোটদান বিঘ্নিত।
- ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে ১০৭, ১০৮, ১০৯ নম্বর বুথে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ।
- হাওড়ার সালকিয়ায় শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে রূপা। বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ রূপা গাঙ্গুলির।
- বাম কর্মীকে হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
- মধ্যমগ্রামে কেমিয়া খামার পাড়া এলাকায় ভোট দিয়ে বেরোনোর সময় সিপিএম কর্মীকে মারধর। আহত সিপিএম কর্মী প্রদীপ মাজিকে ভর্তি করা হল মধ্যমগ্রাম হাসপাতালে।
- বারাসতের নবপল্লী ভদ্রবাড়িতে আক্রান্ত হলেন বামপ্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। দুষ্কৃতীরা ফরওয়ার্ড ব্লক প্রার্থীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।
- কামারহাটিতে মঙ্গলেশ্বর বিদ্যাপীঠে বুথের বাইরে উত্তেজনা। তৃণমূল-সিপিএম বচসা, ধাক্কাধাক্কি। মহিলা সিপিএম কর্মীকে মেরে বের করে দেওয়ার অভিযোগ।
- কাঁচরাপাড়ার একাধিক বুথে বিরোধী এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অভিযোগ ঘিরে কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রাংশু রায়।
- বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া সারদা হাইস্কুলে লাইনে দাঁড়ানো ভোটারকে দুষ্কৃতীদের মারধর করার অভিযোগ। ইঞ্জিনিয়ারিং ছাত্র ঋষভ মণ্ডলকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তারপরেও ভোট দিয়েছেন ওই ছাত্র।
- উত্তর ২৪ পরগনার হালিশহরের আদর্শ বিদ্যাপীঠের বুথ থেকে ঢিলছোঁড়া দূরত্বে বোমাবাজি।
- তারুলিয়ায় অশান্তির ঘটনায় একজনকে আটক করল কেন্দ্রীয় বাহিনী। এই সবের মধ্যে নজর কেড়েছে এলাকায় ভজাই সর্দারের উপস্থিতি।
- ডোমজুড়ে নির্দল প্রার্থী প্রতিমা দত্তের চিফ ইলেকশন এজেন্ট প্রাক্তন মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায়ের প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের কাছে থাকা কাগজে দুরকম সই। অধিকাংশ বুথেই বসতে পারলেন না প্রতিমা দত্তের এজেন্টরা।
- বিধাননগরে আটসাঁট নিরাপত্তায় সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন।
- নিউটাউনের ২৭ নম্বর ওয়ার্ড তারুলিয়ার ঘটনা। ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের মারধরের অভিযোগ শাসক-বিরোধী দু'পক্ষেই।
- ইচ্ছে করে গন্ডগোল পাকানোর অভিযোগ রূপা ও সন্তোষ পাঠকের বিরুদ্ধে। অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা।
- রূপা গাঙ্গুলির কাছে ক্ষোভপ্রকাশ ভোটারদের। এসেছেন জোটপ্রার্থী সন্তোষ পাঠকও।
- উত্তর হাওড়ার বামনগাছিতে অরবিন্দ হাইস্কুলে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ।
- হাওড়ার দক্ষিণ কেন্দ্রে লিচুবাগানে ১৩৫ থেকে ১৩৯ নম্বর বুথে সিপিএমের এজেন্টদের বসতে বাধা।
- ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায়।
- উত্তর চব্বিশ পরগনার হালিশহরে ৯ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপল্লিতে বাম সমর্থক টোটো সমাজপতির বাড়িতে গতরাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিগৃহীতের তালিকায় রয়েছে ৩ বছরের এক শিশুও।