নোবেল তদন্তে আরও গতি বাড়াল সিট

নোবেল তদন্তে আরও গতি বাড়াল সিট। প্রদীপ বাউড়িকে জেরা করে মেলা তথ্যের ওপর ভিত্তি করে বোলপুরে চিরুনি তল্লাসি শুরু করেছে বিশেষ তদন্তকারী দল। নোবেল চুরি কাণ্ডে কয়েকদিন আগেই প্রদীপ বাউড়ি নামে ওই বাউলকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা হদিস মেলে সঞ্জয় হাজরা নামে এক যুবকের। শুক্রবারই সঞ্জয়কে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা।

Updated By: Dec 4, 2016, 09:32 PM IST
নোবেল তদন্তে আরও গতি বাড়াল সিট

ওয়েব ডেস্ক: নোবেল তদন্তে আরও গতি বাড়াল সিট। প্রদীপ বাউড়িকে জেরা করে মেলা তথ্যের ওপর ভিত্তি করে বোলপুরে চিরুনি তল্লাসি শুরু করেছে বিশেষ তদন্তকারী দল। নোবেল চুরি কাণ্ডে কয়েকদিন আগেই প্রদীপ বাউড়ি নামে ওই বাউলকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা হদিস মেলে সঞ্জয় হাজরা নামে এক যুবকের। শুক্রবারই সঞ্জয়কে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন মোদী শাস্তির হুমকি দিতেই উল্টো স্রোত!

এবার আরও কয়েকজনের খোঁজে চিরুনি তল্লাসি শুরু হয়েছে। সেইসঙ্গে,আগেই সিবিআই যাদের জেরা করেছিল তাদের ফের একবার জেরা করছে পুলিস। নেওয়া হচ্ছে ফিঙ্গার প্রিন্টও।  সিআইডির তালিকায় রয়েছে  আরও কয়েকজন সন্দেহভাজনের নামও। তাদেরও ধাপে ধাপে জেরা করবে সিআইডি।

আরও পড়ুন  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলল রাজ্য বিজেপি

.