ফলতার তেঁতুলিয়ায় খালধার থেকে উদ্ধার শিশুদের কেউ ফেলে রেখে গেছে, দাবি পুলিসের

ধারেকাছের কোনও নার্সিংহোম বা স্বেচ্ছাসেবী সংগঠনের হোম থেকেই তিন শিশুকে ফেলে দেওয়া হয় ফলতার তেঁতুলিয়ার খালধারে। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত পুলিস। পাচারকারীদের সঙ্গে সূত্রের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। গভীর রাত। শীতের চাদরে গা ঢেকে আধঘুমে ফলতা। আচমকাই রাস্তায় মোটর বাইকের শব্দ। তিন শিশুকে রাস্তার ফেলে দিয়ে চম্পট দিল কেউ বা কারা।

Updated By: Nov 30, 2016, 11:47 PM IST
ফলতার তেঁতুলিয়ায় খালধার থেকে উদ্ধার শিশুদের কেউ ফেলে রেখে গেছে, দাবি পুলিসের

ওয়েব ডেস্ক : ধারেকাছের কোনও নার্সিংহোম বা স্বেচ্ছাসেবী সংগঠনের হোম থেকেই তিন শিশুকে ফেলে দেওয়া হয় ফলতার তেঁতুলিয়ার খালধারে। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত পুলিস। পাচারকারীদের সঙ্গে সূত্রের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। গভীর রাত। শীতের চাদরে গা ঢেকে আধঘুমে ফলতা। আচমকাই রাস্তায় মোটর বাইকের শব্দ। তিন শিশুকে রাস্তার ফেলে দিয়ে চম্পট দিল কেউ বা কারা।

শিশু পাচার চক্রের জাল গুটোচ্ছে CID। তল্লাসির আশঙ্কাতেই খুদে তিন প্রাণকে রাতারাতি খাল পাড়ের শুনসান রাস্তায় ফেলে দেয় পাচারকারীরা। নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণ ফিরে পেল ৩জন। উদ্ধারের পরও সংশয় কাটেনি। তখনও জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছিল মৃত্যু। তিন খুদে প্রাণকে বাঁচাতে এগিয়ে আসেন জাহিদা বিবি ও হাফিজুরা বিবি। শীতের রাতে খালের বুক সমান জল ঠেলে তিন শিশুকে সন্তানস্নেহে বুকে টেনে নেন। প্রাথমিক চিকিত্সার পর শিশুদের তুলে দেওয়া  ফলতা পুলিসের হাতে।  ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয় তিন খুদেকে। তিন শিশুর  বাড়ির লোকের খোঁজ চালাচ্ছে পুলিস।

.