পুলিস-গ্রামবাসী সংঘর্ষ

ইসকোর দেওয়াল তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের পুরুষোত্তমপুর। রবিবার সকালে ওই এলাকায় দেওয়াল তুলতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী।

Updated By: Feb 26, 2012, 11:19 AM IST

ইসকোর দেওয়াল তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের পুরুষোত্তমপুর। রবিবার সকালে ওই এলাকায় দেওয়াল তুলতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। প্রথমে কাঁদানে গ্যাস ও পরে লাঠি চালায় পুলিস। পাল্টা ইট ছোঁড়ে গ্রামবাসীরাও। এই ঘটনায় আহত হয়েছেন দু পক্ষের বেশ কয়েকজন। তিনজন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিস। এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিস।  

.