বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রাজ্যে

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার প্রভাবে রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সে কারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Updated By: May 9, 2012, 10:39 AM IST

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার প্রভাবে রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সে কারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় দক্ষিণবঙ্গের সব জেলায় অস্বস্তি সূচকের মান অনেকটাই বেশি। আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

.