নদী থেকে বালি-বোল্ডার তোলার পারমিট দিতে হবে, এই দাবিতে অবরোধ জলপাইগুড়ির গোশালা মোড়ে

জেলার সমস্ত নদী থেকে বালি, বোল্ডার তোলার পারমিট দিতে হবে। এটাই দাবি। আর এই দাবিতে আজ পথ অবরোধ হল জলপাইগুড়ির গোশালা মোড়ে।

Updated By: Dec 27, 2016, 09:08 PM IST

ওয়েব ডেস্ক : জেলার সমস্ত নদী থেকে বালি, বোল্ডার তোলার পারমিট দিতে হবে। এটাই দাবি। আর এই দাবিতে আজ পথ অবরোধ হল জলপাইগুড়ির গোশালা মোড়ে।

প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে ৩১ নম্বর জাতীয় সড়ক। নদী ভিত্তিক নির্মাণ সামগ্রীর সঙ্গে যুক্ত মানুষদের যৌথ মঞ্চ এই অবরোধের ডাক দেয়। প্রশাসনের আশ্বাসে  অবরোধ উঠে যায়। অবরোধের জেরে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আরও পড়ুন,  ধূলাগড়ে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মিছিল বামেদের

কলকাতায় পরশমল লোধার দফতরে দিনভর তল্লাসি ED-র

জন-ধন অ্যাকাউন্টে ১০০ কোটি! প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই মহিলা

Tags:
.